চামড়া নাকি শুভ নয়!

লাল শালুতে মোড়া বাজেট খাতা। নেই ব্রিফকেস। ছিল না আগের বছরেও। ছিল তাঁর পূর্বসূরি অরুণ জেটলির হাতেও। কিন্তু তিনি বহি-খাতা নিয়ে সংসদে এলেন। কিন্তু কেন? আসলে সীতারামনের ধারণা চামড়ার কোনও জিনিস কোনও শুভ কাজের জন্য শুভ নয়। যদিও সরকারিভাবে গত বছরই সীতারামণের অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি জানান, পশ্চিমি কায়দার দাসত্ব থেকে মুক্তি পেতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তাই লাল শালুতে মুড়ে বাজেট বক্তৃতার ব্রিফ নিয়ে আসেন। যার গায়ে রয়েছে অশোকস্তম্ভ। নয়া জিনিস হাতে নিয়ে নির্মলার বয়ান ছিল এরকম, মোদি সরকার সুটকেস বাহক সরকার নয়। এর আগে বাজেট পেশ হতো বিকেল ৫টায়। বিজেপিরই বাজপেয়ী মন্ত্রিসভার অর্থমন্ত্রী যশবন্ত সিনহা প্রথম বিকেলের বাজেট সকালে নিয়ে আসেন। তারপর থেকে সেই ট্র‍্যাডিশন সমানে চলছে।

Previous articleপ্রত্যাশিতভাবেই বাজেটের সমালোচনায় কেজরিওয়াল
Next articleগডকড়ি, ইরানি কী বললেন?