৪০ বছর পর প্রকাশ্যে আসতে চলেছেন পরেশ বড়ুয়া

প্রায় চার দশক পর প্রকাশ্যে আসতে চলেছেন আলফা প্রধান পরেশ বড়ুয়া। কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তির উদ্দেশ্যে প্রকাশ্যে আসতে চলেছেন তিনি। সূত্রের খবর, এপ্রিলের শুরুতে কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করতে চলেছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম বা আলফা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কয়েক দশকের পুরনো বিদ্রোহ অবসানের জন্যই এই শান্তি চুক্তি। রাজনৈতিক মহলের একাংশের মতে, সংশোধিত নাগরিকত্ব আইন এবং অসমে এনআরসি-র পর এই চুক্তি আসামবাসীর জন্য কেন্দ্রের ‘বিহু উপহার’।
অন্যদিকে আলফা প্রধানের ঘনিষ্ঠ সহযোগী রেবতী ফুকানও ২০১৮ সালে এপ্রিলে গা ঢাকা দেয়। এই চুক্তি ক্ষেত্রে তিনিও মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছেন বলে সূত্রের খবর। গতবছর শেষের দিকে কেন্দ্রীয় সরকার জানায়, কয়েক মাসের মধ্যে আলফা সহ তিনটি জঙ্গি সংগঠনের সঙ্গে স্বাক্ষর হবে শান্তি চুক্তি। প্রাক্তন বিদেশ সচিব এবি মাথুর জানিয়েছিলেন, জঙ্গি সংগঠনগুলির সঙ্গে আলোচনা চলছে।
প্রসঙ্গত, এপ্রিলের মাঝামাঝি সময়ে পালন করা হয় রঙ্গৌলি বিহু। সেই সময়েই মোদি সরকারের এই পদক্ষেপ অসমের রাজনীতিতে অক্সিজেন জোগাবে।

Previous articleঢাকায় পুর নির্বাচনে জয়ী শেখ হাসিনার দল
Next articleপয়সা থাকলে শিক্ষা পাবে, বাজেট বরাদ্দ কমিয়ে বুঝিয়ে দিল কেন্দ্র