চিন থেকে দ্বিতীয় বিমান এলো দিল্লিতে। শনিবার রাত তিনটে নাগাদ বিমানটি ওড়ে চিনের ইউহান থেকে। রবিবার সকাল সাতটা নাগাদ বিমানটি দিল্লিতে নামে। বিমানে যাত্রী ছিলেন ৩২৩ জন। গতকাল ৩২৪ জনকে দেশে ফেরানো হয়। আজকে ৩২৩জনেদ মধ্যে ৭জন ছিলেন মালদ্বীপের বাসিন্দা। তাদের দেশে ফেরানো হচ্ছে।

ইতিমধ্যে করোনভাইরাসের জেরে ভয়াবহ অবস্থা চিনে। মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। প্রায় ১৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত। চিনের এই রোগের আঁচ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।
মলদ্বিপের নাগরিকদের উদ্ধার করার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে সে দেশের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রী আবদুল্লা শাহি জানিয়েছেন, ৭ মলদ্বীপ নাগরিককে উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ। চিনে ভারতের দূত বিক্রম মিস্ত্রি এবং সঞ্জয় সুধীর সহ তাঁদের দলকে ধন্যবাদ জানিয়েছেন আবদুল্লা।
প্রসঙ্গত, গত শনিবার উহান প্রদেশ থেকে ৩২৩ ভারতীয়কে দেশে ফেরানো হয়। যার মধ্যে ২১১ পড়ুয়া এবং ৩ নাবালক। জ্বর থাকার কারণে প্রথম দফায় ৬ ভারতীয়কে চিনা অভিবাসন দফতরের তরফে বিমানে উঠতে দেওয়া হয়নি। এবারও একই কারণে ৪ ভারতীকে দেশে ফেরার অনুমতি দেয়নি চিন।


