বীরভূমে সরকারি অফিসে ভাঙচুর, ধৃত বিজেপি নেতা

বীরভূমের মহম্মদবাজারে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অস্থায়ী অফিসে হামলা চালালো একদল দুষ্কৃতী। অভিযোগের তীর বিজেপির দিকে। ওই হামলায় টাকা লুটের ঘটনায় নাম জড়িয়েছে এক বিজেপি নেতার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা সন্তোষ ভাণ্ডারি সহ তিন জনকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অফিসে পাথর বোঝাই গাড়ি থেকে রাজস্ব আদায় হয়। সেখানেই হামলা চালায় দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ওই অফিসে চড়াও হন বিজেপি মন্ডল সভাপতি সন্তোষ ভাণ্ডারি ও তাঁর দলবল। অফিস ভাঙচুরের পর রাজস্ব বাবদ আদায় করা টাকা তারা লুট করে বলে অভিযোগ।

Previous articleস্ত্রীর ধড়হীন ‘মুণ্ডু’ নিয়ে থানায় সটান হাজির স্বামী! তারপর…
Next articleশুরু হল ইলামবাজার সেতু সংস্কারের কাজ