শুরু হল ইলামবাজার সেতু সংস্কারের কাজ

রবিবার থেকে ইলামবাজার সেতু-র সংস্কারের কাজ শুরু হল। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সংস্কারের কাজ চলবে। বীরভূম-বর্ধমানের মধ্যে সংযোগকারী এই সেতু। অজয় নদের ওপর নির্মিত এই সেতুর ওপর আপাতত চলবে না ভারী যানবাহন। প্রায় ২০ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে। বীরভূমের ইলামবাজার হয়ে দূর্গাপুর, পানাগড় হয়ে কলকাতা যাওয়ার মূল যোগাযোগ মাধ্যম এই ইলামবাজার সেতু। সেতু সংস্কারের কাজ চলায় যানজটের সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই।

Previous articleবীরভূমে সরকারি অফিসে ভাঙচুর, ধৃত বিজেপি নেতা
Next articleঢাকায় পুর নির্বাচনে জয়ী শেখ হাসিনার দল