গুলি-মন্তব্য নিয়ে সংসদে বিরোধীদের তীব্র ক্ষোভের মুখে অনুরাগ

দিল্লি ভোটের বাজারে প্রতিবাদীদের ‘গদ্দার’ তকমা দিয়ে গুলি করে মারার শ্লোগান তুলেছিলেন। নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকারীদের দমন করতে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দায়িত্বজ্ঞানহীন উসকানিতে উজ্জীবিত হয়েছে হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা। জামিয়া ও শাহিনবাগে পরপর তিনটি গুলি চালনার ঘটনার পর এবার সংসদেও সম্মিলিত ধিক্কারের মুখে পড়লেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। সোমবার লোকসভায় স্পিকারের নির্দেশে বাজেট সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর দিতে ওঠামাত্রই বিরোধী বেঞ্চ থেকে সম্মিলিত আওয়াজ ওঠে ‘গোলি মারনা বনধ করো’। বিরোধী সাংসদরা অনুরাগকেই তিনটি গুলি চালনার মদতদাতা বলে অভিযোগ আনেন।

আরও পড়ুন-রাজ্যে চিন ফেরতদের ঠাঁই বেলেঘাটা আইডি-তে