শান্তিপূর্ণভাবে আন্দোলনের অধিকার সকলের রয়েছে। তাই যদি হয় তাহলে কোথাও পুলিশ কলেজে ঢুকে গিয়ে গুলি চালাচ্ছে, কোথায় পুলিশের সামনে প্রকাশ্যে গুলি করা হচ্ছে! এটা কী! আসলে বিজেপি ভয় পেয়েছে। ভয় মানুষের আন্দোলনকে। সোমবার নবান্নে দাঁড়িয়ে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে এইভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে প্রধানমন্ত্রীর নির্বাচনী ভাষণ শেষ হওয়ার পরেই মুখ্যমন্ত্রী এই সাংবাদিক সম্মেলন করে কার্যত পাল্টা জবাব দিলেন নরেন্দ্র মোদিকে।

মুখ্যমন্ত্রীর ফের বলেন, কোনও আন্দোলন হলেই সন্ত্রাসবাদী, দেশবিরোধী তকমা দিয়ে দেওয়া হচ্ছে। তাঁর প্রশ্ন, সবাই সন্ত্রাসবাদী, তাহলে তোমরা কী? আসলে বিজেপি হচ্ছে সবচেয়ে বড় সুবিধাবাদী। আমাদের দেশ সব মানুষের দেশ, সব ধর্মের দেশ। আর বিজেপি সেখানে ভাগ করতে চাইছে। ধর্মের নামে ভাগ করছে ধনধান্যে পুষ্পে ভরা এই দেশকে। ওরা মানুষের পাশে নেই, আছে শুধু উস্কানিতে। আমাদের জন্মভূমি আজ ওদের জন্য বধ্যভূমিতে পরিণত হয়েছে। মানুষ ওদের ক্ষমা করবে না।
আরও পড়ুন-দুর্ঘটনার কবলে ভূমির সৌমিত্র
