Sunday, November 16, 2025

নাইট রাইডার্স আর সেন্ট জেভিয়ার্স হলে আলাদা কথা ! অপূর্ব !! কুণাল ঘোষের কলম

Date:

কুণাল ঘোষ

একটি স্পর্শকাতর বিষয়। দয়া করে একটু পড়বেন এবং ভাববেন।

সংবাদে প্রকাশ: রোজভ্যালি থেকে যারা টাকা পেয়েছে, তা ফেরত নিতে তদন্তকারী সংস্থা যাদের ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে, তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স আছে। আছে সেন্ট জেভিয়ার্স কলেজের মত শীর্ষ বিদ্যাপ্রতিষ্ঠান। কাল টিভিতে প্রচারিত। আজ আনন্দবাজার পত্রিকাতেও রয়েছে।

কই, সোশ্যাল মিডিয়ায় ঝড় দেখলাম না তো?
সারদার ক্ষেত্রেও একাধিক বড় ক্লাবের নাম ছিল।
ফেস বুকে ঝড় ওঠে নি তো।

যদি এখানে কুণাল ঘোষের নাম থাকত বা থাকে, তখন একশ্রেণীর বীরপুঙ্গব নেমে পড়বেন ফেস বুক বিপ্লবে।

কেন এই বৈষম্য?

কেন আজ বহু মিডিয়া খবরটি করল না?
ভগবান ছাড়া কাউকে নাকি যারা ভয় পায় না, তারাও নাইট রাইডার্স আর সেন্ট জেভিয়ার্সের নাম লিখল না। অথচ আমার নামে খবর হলে সেটা বাদ যায় না।

কলকাতা নাইট রাইডার্স বা সেন্ট জেভিয়ার্স কলেজ এত ভারি নাম যে সেখানে সমালোচনায় আঙুল কাঁপে।

আর কুণাল ঘোষ সৌজন্য দেখিয়ে সোশাল মিডিয়ায় থাকে বলে যা ইচ্ছে লেখা যায়?

সেন্ট জেভিয়ার্স সেরা প্রতিষ্ঠান। এই ঘটনায় কি তার শ্রেষ্ঠত্ব যাবে? কখনই না।
নাইট রাইডার্স উঠে যাবে? কখনই না। বড় ক্লাবগুলো বন্ধ হয়ে গেছে? না।
তাহলে?

কেন, কোন্ পরিস্থিতিতে কী হয়েছে, সেসব না দেখেই এত বিশেষণ? এত জ্ঞানবিতরণ?

যে কাগজ আপনি সকালে পড়েন, যে নিউজ চ্যানেল দেখেন, তারা চিট ফান্ড থেকে কত পেয়েছে, কোনো দিন একটা চিঠি লিখে জানতে চেয়েছেন?

আমি প্রথম দিন থেকে যা বলে আসছি, আজও তাই বলি।

আমি সারদা থেকে টাকা পেয়েছি। বেতন ও বিজ্ঞাপনবাবদ। নিয়োগপত্র পেয়ে সারদার মিডিয়া শাখায় কাজ করেছি। পুরো আয়কর দিয়েছি। আমি জ্ঞানত অন্যায় করি নি। আমি আইনে লড়াই করছি। আমার বিরুদ্ধে যা হয়েছে বা হবে, আমি আদালতে চ্যালেঞ্জ করেছি এবং করব।

কিন্তু আপনাদের বিবেচনায় বৈষম্য থাকবে কেন?

‘বর্তমান’ কাগজ আজ নাইট রাইডার্স আর সেন্ট জেভিয়ার্সের নাম লিখল না, এধরণের বিতর্কে আমার নাম লেখে কেন?

দয়া করে ভেবে দেখবেন।

কখনও কোনোদিন একজন এজেন্ট বা লগ্নিকারীকে বলিনি সারদায় টাকা রাখুন। অনেকে যেমন টাকা রেখে সমস্যায়, আমি বা আমরা অনেকেই চাকরি করে বিপর্যস্ত।

দেখুন, তদন্ত প্রক্রিয়ায় বড় নাম এলে ফেস বুক ঘুমোবে আর কিছু ক্ষেত্রে বিপ্লবী হবে, এটা চলতে পারে না। কয়েকজন গ্রেপ্তার, কয়েকজন ছাড়, প্রশ্ন উঠবেই। কেউ জেলে আর কারুর ক্ষেত্রে শুধু টাকা ফেরত, আইনের দুই মুখ চলতে পারে না।

আমি আইনে চ্যালেঞ্জ করেছি, আগামী দিনেও প্রয়োজনে আদালতে যাব। কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গিতে বৈষম্য যাতে না থাকে, সেই অনুরোধটা তো আপনাদের করতেই পারি।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version