অস্ট্রেলিয় ওপেন জিতে ফের এক নম্বরে নোভাক জোকোভিচ। বিশ্বের এক নম্বরে এসেই নোভাক জানান, তাঁর লক্ষ্য এখন রজার ফেডেরারের ২০টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব এবং ৩১০ সপ্তাহ বিশ্ব ক্রম পর্যায়ে এক নম্বরে থাকার রেকর্ড ভাঙা। জোকোভিচ রয়েছেন ২৭৬ সপ্তাহ। আর আগামী বছর অস্ট্রিলীয় ওপেন জিতে ফেডেরারের ২১টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব রেকর্ড ধরে ফেলতে চান। তবে নোভাক জানান, টানা টেনিস খেলবেন না। পরিবারকে সময় দেবেন। দুই ছেলে-মেয়ে আর স্ত্রীকেও সময় দেবেন। ফলে বেশ কিছু টুর্নামেন্ট খেলবেন না। তবে খেলবেন সব ক’টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট।
