Tuesday, November 4, 2025

নির্ভয়াকাণ্ড: ফাঁসি একসঙ্গেই, ১ সপ্তাহের মধ্যেই মেটাতে হবে আইনি প্রক্রিয়া, নির্দেশ আদালতের

Date:

Share post:

এক সপ্তাহের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করতে হবে। মৃত্যুদণ্ড থেকে বাঁচতে যা যা আইনি পদক্ষেপ নেওয়ার তা নিতে হবে এক সপ্তাহের মধ্যেই। নির্ভয়াকাণ্ডে দীর্ঘসূত্রিতা নিয়ে বুধবার এই রায় দিল দিল্লি আদালত। নির্ভয়া গণধর্ষণ-খুনে সুপ্রিম কোর্ট ৪ দোষীর প্রাণদণ্ডের নির্দেশ দেয়। ফাঁসি কার্যকর করতে রায় দেয় দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। এরপর ২২ জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়। কিন্তু একই সঙ্গে ১৪ দিনের সময় দেওয়া হয় ফাঁসি কার্যকর করতে এবং তার মধ্যে যে কোনো রকম আইনি পদক্ষেপের সুবিধা দেওয়া হয় আসামীদের। আর এরই জেরে ক্রমেই আইনের ফাঁক গলে সাজা কার্যকর করার দিন পিছিয়ে যায়। ২২ জানুয়ারির পরে পয়লা ফেব্রুয়ারি দিন ধার্য হলেও, সেদিনও ফাঁসি কার্যকর করা যায়নি। উলটে অনির্দিষ্টকালের জন্য ফাঁসি পিছিয়ে দেওয়া হয়।
এই অবস্থায় বিচার ব্যবস্থার প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন নির্ভয়ার মা আশাদেবী। নেটিজেনদের একাংশ এই মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ার প্রক্রিয়াকে সমালোচনা করেন। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে ৪ দোষীর মধ্যে যেহেতু মুকেশ সিংয়ের সামনে বাঁচার আর কোনও রাস্তা খোলা নেই, সেই কারণে তাঁকে আলাদাভাবে ফাঁসি দেওয়া যায় কি না সে বিষয়ে আদালতে আবেদন করা হয়। সেই মামলার শুনানি ছিল বুধবার। কিন্তু আদালত জানিয়ে দিয়েছে, যেহেতু একই সঙ্গে তারা দোষ করেছিল এবং একই সঙ্গে সাজা ঘোষণা হয়েছে সেই কারণে সাজা কার্যকরও হবে এক সঙ্গেই। কিন্তু ১৪ দিনের সময়সীমাকে হাতিয়ার করে ক্রমেই আদালতের এবং রাষ্ট্রপতির দ্বারস্থ হয়ে সময় বাড়িয়ে নিচ্ছে দণ্ডিতরা। এই ঘটনায় ৭ দিনের মধ্যে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে এদিনও ফাঁসির দিন ঘোষণা করা হয়নি।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...