Thursday, August 28, 2025

শ্রেয়সের দুরন্ত শতরান ব্যর্থ, টেলরের কাঁধে ভর করে জয় পেল নিউজিল্যান্ড

Date:

শ্রেয়স আইয়ারের ১০৩, লোকেশ রাহুলের অপরাজিত ৮৮ ও বিরাট কোহালির ৫১ রানের দাপটে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত চার উইকেট হারিয়ে তুলেছিল ৩৪৭ রান।তবু নিউজিল্যান্ডকে আটকাতে ব্যর্থ ভারতীয় বোলাররা। ৩৪৭ রান তাড়া করে জিতে গেল নিউজিল্যান্ড।ব্যাটসম্যানরা রানের পাহাড়ে ভারতকে বসালেও, সব চেষ্টা ব্যর্থ হল। চলতি কিউয়ি সফরে প্রথম হারের মুখ দেখতে হল টিম ইন্ডিয়াকে। অভিজ্ঞ রস টেলরের দুরন্ত শতরানের সুবাদে একদিনের সিরিজে ১–০ তে এগিয়ে গেল আয়োজকরা।
শুরুটা ভালই করেছিল কিউয়িরা। ৫৯ বলে এসেছিল ৫০ রান। ১৫ ওভারে উঠেছিল ৮৩। তারপরই আঘাত হানে ভারত। শার্দূল ঠাকুরের বলে কেদার যাদবকে ক্যাচ দিয়ে ফিরেছিলেন মার্টিন গাপ্টিল (৪১ বলে ৩২)। ৮৫ রানে প্রথম উইকেট পড়েছিল নিউজিল্যান্ডের। দ্বিতীয় উইকেট পড়েছিল ১০৯ রানে। কুলদীপ যাদবের বলে স্টাম্পড হয়েছিলেন অভিষেককারী টম ব্লান্ডেল (১০ বলে ৯)।অন্যপ্রান্ত থেকে উইকেট পড়লেও বাঁ-হাতি ওপেনার হেনরি নিকলস টানছিলেন নিউজিল্যান্ডকে। ৬০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি। রস টেলরের সঙ্গে তৃতীয় উইকেটের জুটিতে যোগ করেছিলেন ৬২ রান। যে ভাবে ব্যাট করছিলেন, তা ভারতীয় শিবিরে টেনশন আমদানি করছিল। এই পরিস্থিতিতেই অবিশ্বাস্য ভাবে শরীর ছুঁড়ে সরাসরি থ্রোয়ে তাঁকে রান আউট করলেন বিরাট কোহালি। ৮২ বলে তাঁর ৭৮ রানের ইনিংসে রয়েছে ১১টি চার।

নিকলস ফেরার পর নিউজিল্যান্ডকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন রস টেলর ও টম লাথাম। দু’জনে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ২০০ থেকে ২৫০- এ পৌঁছাতে টেলর-লাথাম নিলেন মাত্র ২১ বল।টেলরের পঞ্চাশ এসেছিল ৪৫ বলে। এই প্রতিবেদন লেখার সময় ৩৮ ওভারে তিন উইকেটে ২৬১ রান নিউজিল্যান্ডের। চতুর্থ উইকেটে টেলর ও ল্যাথাম যোগ করেন ১৩৮ রান। ওখানেই ম্যাচ চলে যায় হাতের বাইরে। যদিও কিউয়িদের শুরুটা ভাল হয়েছিল। ওপেনিং জুটিতে ৮৫ রান যোগ করেন মার্টিন গাপটিল ও হেনরি নিকোলাস (‌৭৮)‌।আসলে বুমরা সহ বাকি ভারতীয় বোলাররা আজ ছন্দে ছিলেন না। ভারতের ৩৪৭ রান তাড়া করে নিউজিল্যান্ড ১১ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল। ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৪৮ তুলল তারা।

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version