Tuesday, December 23, 2025

‘বেহুলা’: নাম মাহাত্ম্যে অন্যরকম শিল্প উৎসব বেহালায়

Date:

Share post:

বেহালা নামটার সঙ্গেই জড়িয়ে আছে ‘মনসামঙ্গল’ কাব্যের বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী। কথিত আছে, বেহালার রায় বাহাদুর রোডের ওই খাড়িপথ ধরে স্বামীর দেহ নিয়ে যাত্রা করেছিলেন বেহুলা। তাই থেকেই জায়গাটির নাম নাকি বেহালা। এই কাহিনী মাথায় রেখে সেখানে এক অন্যরকম আর্ট ফেস্টের আয়োজন করেছে ‘বেহালা নূতন সংঘ’, নাম রাখা হয়েছে ‘বেহুলা’। ‘আর্ট ফেস্ট ২০২০’-র কিউরেটর শমীন্দ্রনাথ মজুমদারের কথায়, বেহালার নামের সঙ্গে যেহেতু বেহুলার কাহিনী জড়িয়ে আছে, সেই কারণে এই আর্ট ফেস্টের নাম দেওয়া হয়েছে ‘বেহুলা’। ৭,৮ ও ৯ ফেব্রুয়ারি চলবে এই ‘আর্ট ফেস্ট ২০২০’। সনাতন দিন্দা, ভবতোষ সুতার-সহ একাধিক শিল্পীর হাতযশে সেজে উঠছে বেহালা ১৪ নম্বর। এলাকা সাজানো হয়েছে গ্রাফিতি, ইনস্টলেশনে। পথ জুড়ে রয়েছে আলপনা। আর্ট কলেজের ছাত্রছাত্রীরা তাঁদের ছবি বিক্রির জন্য সেখানে আমন্ত্রিত হয়েছেন। বিক্রির পুরো টাকাটাই তাঁদের। সঙ্গে রয়েছে আলোচনা সভা ও অনেক কিছুই।

মনসামঙ্গল শুধুমাত্র একটা পৌরাণিক চরিত্র নয়, মঙ্গলকাব্যের অন্যান্য কাহিনীর মতোই এটাও সাধারণ মানুষের সংগ্রামের কাহিনী। এখানে দুই একাকী নারীর সংগ্রাম উঠে এসেছে। একজন বেহুলা, অন্যজন মনসা। বেহুলা স্বামীর সঙ্গে সংসার করার আগেই তাঁর প্রাণ বাঁচাতে এক অসম লড়াইয়ে নামেন। তাঁর পাশে কেউ নেই। তিনি একা। স্বর্গের দেবতাদের থেকে রীতিমতো নিজের পারদর্শিতায় জয় ছিনিয়ে আনেন। আর একজন মনসা। নারী হিসেবে নিজের মর্যাদা, সম্মান অর্জন করতে যুদ্ধ করেন। সেই যুদ্ধে তিনি জয়ী হন। মনসা অন্ত্যজ শ্রেণীর এক প্রতিভূ। সমাজের উচ্চশ্রেণির সঙ্গে লড়াই করে নিজের সম্মান ফিরিয়ে আনার এক যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। পৌরাণিক কাহিনী নয়, সেই সংগ্রামের সঙ্গে জড়িত স্থান মাহাত্ম্যকে মনে রেখেই আর্ট ফেস্টের নাম ‘বেহুলা’ রাখা হয়। কিউরেটর শমীন্দ্রনাথ মজুমদারের কথায় কলকাতার বুকে একটি ক্লাবের উদ্যোগে এই ধরনের আর্ট ফেস্ট সত্যিই অভিনব।

আরও পড়ুন-বিধানসভায় রাজ্যপালের অ্যান্টিক্লাইম্যাক্স! কৃতিত্ব পার্থর?

spot_img

Related articles

৫৬ দিনে সামশেরগঞ্জের ঘটনায় সাজা: কোন কোন তথ্য পেশ, স্পষ্ট করল পুলিশ

দেশে গণপিটুনি দ্বিতীয় সাজার নজরি রাখল বাংলার পুলিশ। রাজ্য পুলিশের একাধিক বিভাগের সমন্বয়ে মঙ্গলবার সামশেরগঞ্জের (Samsherganj) জাফরাবাদের গণপিটুনিতে...

বিপাকে গেরুয়া রাজ্যের পুলিশ! থানায় ঢুকে চিৎকার ‘মৃত’ যুবকের 

মৃত বলে নথিভুক্ত হওয়ার প্রায় দেড় মাস পর থানায় ঢুকে চেয়ার টেনে বসে পড়লেন এক যুবক। পুলিশের উদ্দেশে...

ধর্ষককে জেলমুক্তি! উন্নাও ধর্ষণে ফের জামিনে ‘পুরষ্কৃত’ বিজেপি নেতা

বাংলায় একটি নারী নির্যাতনের ঘটনা হলে দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীকে শাস্তির আওতায় আনা হয়। এমনকি...

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না মাধবনের নাম, ছবি: দিল্লি হাইকোর্ট 

সেলিব্রিটিদের নাম, ছবি, কন্ঠস্বর মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিনা অনুমতিতেই ব্যবহার করা...