নভেল করোনাভাইরাস চিনে মহামারির রূপ নিয়েছে। এখনও পর্যন্ত চিনে মৃত্যুর সংখ্যা ৬৩৮। আক্রান্তের সংখ্যা ২৮ হাজার পেরিয়ে গিয়েছে। সরকারি তরফে ৩১ হাজার ১০০ জনের আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে এই সংখ্যা জানিয়েছে চিন কতৃপক্ষ। অন্যদিকে জাপানে ৬১ জনের দেহে মিলেছে এই ভাইরাস। বেজিংয়েও আক্রান্তের সংখ্যা কয়েকশো বলে জানা গিয়েছে।
