করোনা মহামারী নিয়ে সতর্ক করা চিকিৎসকের মৃত্যু

নভেল করোনাভাইরাস মহামারি নিয়ে সতর্ক করা চিকিৎসক, লি ওয়েনলিয়াংয়ের মৃত্যু হল এই ভাইরাসের সংক্রমণেই। এই ৩৪ বছরের চিকিৎসক কয়েকদিন ধরেই ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষমেষ বৃহস্পতিবার চিনের সময় রাত সাড়ে ন’টা নাগাদ তিনি মারা যান বলে জানা গিয়েছে। উহানের করোনাভাইরাস সংক্রমণ ও মহামারি নিয়ে যেই ৮ জন চিকিৎসক প্রথম বিশ্বকে সতর্ক করেছিলেন তাদের অন্যতম ছিলেন চিনের চিকিৎসক লি ওয়েনলিয়াং।

Previous articleচিনে করোনাভাইরাসে মৃত্যু ৬৩৮, আক্রান্তের সংখ্যা ২৮ হাজার পেরিয়েছে
Next articleরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংসদের বাইরে বিজেপি সাংসদদের বিক্ষোভ