Friday, November 14, 2025

দিল্লি নির্বাচন: প্রথমবার ভোট দিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা শোনালেন কেজরিওয়াল-প্রিয়াঙ্কার পুত্ররা

Date:

দিল্লির বিখ্যাত শীতের জন্য প্রথম কয়েক ঘন্টায় ভোট গ্রহণের হার কম থাকলেও বেলা যত গড়িয়েছে, ততই বুথের বাইরে লাইন হয়েছে লম্বা। এদিন লালকৃষ্ণ আদাবানি, প্রণব মুখোপাধ্যায়দের মতো দেশের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বদের যেমন ভোট দিতে দেখা গিয়েছে। একইভাবে প্রথমবারের জন্য নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন নতুন প্রজন্মের হেভিওয়েট নেতা-নেত্রীদের ছেলে-মেয়েদেরও। সব মিলিয়ে বিকেল ৪টে পর্যন্ত ভোট পড়ল ৪২.৭০ শতাংশ। সুতরাং, দিল্লির নিরিখে শেষ পর্যন্ত ভোট যে ভালোই পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে এবারই প্রথমবারের ভোটার হয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ছেলে। নিজে ভোট দেওয়ার পর তরুণ প্রজন্মকে ভোট দিতে উৎসাহ দিলেন তিনি।

কেজরিওয়ালের ছেলের মতোই এবার প্রথম ভোটার প্রিয়াঙ্কা–রবার্টের ছেলে রাইহান রাজীব বঢরাও। বাবা, মায়ের সঙ্গে ভোট দেওয়ার পর রাইহান রাজীব সকলকে ভোট দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, “প্রথমবারের জন্য ভোট দিয়ে দারুণ এক অভিজ্ঞতা হলো। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে খুব ভালো লাগছে।”

একইসঙ্গে প্রিয়াঙ্কা পুত্রের আবেদন, নতুন যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা যেন সাধারণ মানুষের স্বার্থে সরকারি পরিবহনের সুবিধা সকলকে পাইয়ে দেয় এবং পড়ুয়াদের পরিবহন খরচে ভর্তুকি দেওয়া হয়।

আরও পড়ুন-শিক্ষামন্ত্রী না জানিয়েই নির্দেশ! প্রত্যাহার করল স্কুল শিক্ষা দফতর

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version