Friday, December 19, 2025

‘অকারণে’ পালাল বর, বিয়ে ভাঙল পাত্রপক্ষ!

Date:

Share post:

কথা পাকা হয়ে যাওয়ার পরেও বিয়ের ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। তবে, শাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙার ঘটনা বিরল। অভিযোগ, কর্নাটকের হাসনানা শহরে পাত্রীর শাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দিলেন পাত্রের মা-বাবা। বিয়ে করতে এলেনই না বর। এক বছর ধরে সম্পর্ক ছিল বিএন রঘুকুমার ও বিআর সঙ্গীতার। বাড়ির সম্মতি নিয়ে বিয়ে করবেন বলে ঠিক করেন তাঁরা। ঝামেলার সূত্রপাত বিয়ের আগের এক অনুষ্ঠানে। বিয়ের আগের দিন একটি অনুষ্ঠানে সঙ্গীতা যে শাড়ি পরেছিলেন, তা পছন্দ হয়নি রঘুকুমারের মা-বাবার। তাই নিয়ে পাত্রীপক্ষের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। সঙ্গীতাকে শাড়ি বদলানোর কথা বলেন রঘুকুমারের মা। কিন্তু সঙ্গীতা রাজি হননি। এরপরই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন রঘুকুমারের মা-বাবা। পালিয়ে যেতে বলেন রঘুকুমারকে। বাবা-মায়ের কথা শুনে বিয়ের দিন সকালেই পালিয়ে যান তিনি। এদিকে বিয়ের লগ্ন পেরিয়ে গেলেও পাত্র না আসায় চিন্তিত হয়ে পড়েন সঙ্গীতার পরিবার।

সঙ্গীতার পরিবারের তরফে থানায় গিয়ে রঘুকুমার ও তাঁর পরিবারের বিরুদ্ধে সম্মানহানি, পণ চেয়ে চাপ, বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ দায়ের করেন। হাসসানের পুলিশ সুপার শ্রীনিবাস গৌড়া জানান, ঘটনার পর থেকেই রঘুকুমার পলাতক। তাঁর খোঁজ চলছে। পাত্রের মা-বাবার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পাত্রীর পরিবার। সঙ্গীতার পরিবারের মতে, এই বিষেয় ভেঙে শাপে বর হয়েছে। শুধুমাত্র একটা শাড়ি পছন্দ হয়নি বলে, যারা বিয়ে ভেঙে দিতে পারে, তাঁরা ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারত।

আরও পড়ুন-ডেঙ্গু সচেতনতা বাড়াতে এবার পথে নামলেন খোদ মেয়র-ডেপুটি মেয়র

spot_img

Related articles

দু-মলাটে প্রকাশ হল তৃণমূল সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন আগেই। শুক্রবার বই আকারে প্রকাশিত হল তৃণমূল সরকারের (TMC Government) দেড়...

৬০ কোটির কেলেঙ্কারির ঝামেলায় আবারও নাম জুড়লো শিল্পা শেট্টির

শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি! ৬০ কোটির কেলেঙ্কারির অভিযোগে ক্ষুব্ধ অভিনেত্রী বললেন, “আমি নির্দোষ”। ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির...

একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধন চললে সমস্যা: কমিশনকে চিঠি পর্ষদের

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের স্বার্থে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার কাজের সময়সূচি ও দায়িত্ব বণ্টন নিয়ে নির্বাচন...

বেটিং-চক্রে বেআইনি লেনদেনের অভিযোগ! মিমি-অঙ্কুশ-সহ একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র

অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মিমি চক্রবর্তী (Mimi Chakraboty) ও অঙ্কুশ হাজরার (Ankush Hazra) সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্স...