ডেঙ্গু সচেতনতা বাড়াতে এবার পথে নামলেন খোদ মেয়র-ডেপুটি মেয়র

ডেঙ্গু সচেতনতা বাড়াতে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে মিছিল করলেন মেয়র ফিরহাদ হাকিম। এলাকার মানুষদের সঙ্গে নিয়ে মিছিলে হাঁটেন তিনি। হাতে হোডিং-পোস্টার নিয়ে মিছিলে হাঁটেন সাধারণ মানুষ। স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীরা। কলকাতা পুরসভার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই মিছিলের।

কীভাবে মশাবাহিত রোগ থেকে রেহাই পাওয়া যাবে তারই পাঠ দেওয়া হয় এদিন। বছরের কোনও নির্দিষ্ট দিন নয়, গোটা বছর সচেতন থাকার জন্য মানুষকে অনুরোধ করেন খোদ ফিরহাদ হাকিম।

একইভাবে নিজের ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সজাগ করতে পথে নেমেছিলেন পুরসভার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। তিনি এলাকাবাসীদের নিয়ে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ডেঙ্গু সচেতনতা বাড়ানোর জন্য অভিনব মিছিল করেন।

আরও পড়ুন-ভোট দিলেন সোনিয়া-রাহুল প্রিয়াঙ্কা, জামিয়া নগর শাহিনবাগের বুথগুলিতে লম্বা লাইন!

Previous articleভোট দিলেন সোনিয়া-রাহুল প্রিয়াঙ্কা, জামিয়া নগর শাহিনবাগের বুথগুলিতে লম্বা লাইন!
Next articleরেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আর্জি মোদির