তিনি শয্যাশায়ী, তবু তাঁর বই এবারও বইমেলায় হটকেক!

তিনি শয্যাশায়ী। তাঁর মিটিং মিছিলে থাকার প্রশ্ন নেই। তবু ‘ব্রান্ড বুদ্ধ’ এখনও টানছে মানুষকে। অন্তত বইমেলাকে তো বটেই। এসএফআইয়ের স্টলে রেকর্ড বিক্রি গতবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা “স্বর্গের নিচে মহাবিশৃঙখলা”। এখনও কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যতের বক্তার লেখা মানুষ পড়তে চান। এসএফ আইয়ের স্টলে রয়েছে আরও অনেক বই, বুদ্ধদেবের বই। কিন্তু সব ছাড়িয়ে ” স্বর্গের নিচে মহাবিশৃঙখলা” হট কেক।

বইয়ের প্রেক্ষাপট বর্তমান চিন। চিনেই শেষ নিঃশ্বাস ফেলেন সিপিএমের মহীরুহ প্রমোদ দাশগুপ্ত। তাঁর দেহ নিয়ে আসা, আর সে সময়ের চিনের কথার সঙ্গে আজকের চিনের দুর্নীতি, সঙ্কট, পররাষ্ট্রনীতি, আর্থিক নীতি, শি জিংপিংয়ের ভূমিকা সেসব কথা লিখেছেন তিনি। তাঁকে অনুবাদে আর লেখায় সাহায্য করেন দলেরই দুই সুহৃদ। কারণ, দৃষ্টিশক্তির অসুবিধার কারণে তাঁকে এই বই লিখতে নিতে হয়েছে অন্যের সাহায্য।

স্টলের খবর তরুণ এমনকী বিদেশীদের হাতেও উঠেছে বুদ্ধবাবুর বই। বুদ্ধবাবু দীর্ঘজীবী হোন।

Previous articleপরিশীলন বইমেলা ২০২০ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ঘটল কলকাতা পুস্তক মেলায়
Next articleকরোনাভাইরাসে মৃত্যু ৮০৩ ছাড়াল, সার্সের মহামারীর চেয়েও ভয়াবহ স্বাস্থ্য-সংকট