রাজ্যের বাজেটকে ডোল পলিটিক্স বললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বললেন, বাজেটে রাজ্যের ভাবখানা এমন যেন অনেক হয়েছে। এবার কিছু টাকা নাও। ভোট দাও। কিন্তু তা তো হবে না। অর্ধেক রাজ্যে বিজেপি এগিয়ে। তাই সেয়াওব জায়গায় তৃণমূল মুখ থুবড়ে পড়বে।

দিলীপ বলেন, কর্মসংস্থান কোথায়? রাজ্যের ছেলে-মেয়েরা সব ভিন রাজ্যে চলে যাচ্ছে। সেটা কীভাবে বন্ধ হবে? গরিবদের বিনা পয়সায় বিদ্যুৎ দেবেন। কেন দিতে পারছেন? কারণ, বেশিরভাগ কলকারখানা বন্ধ। বিদ্যুতের চাহিদা তলানিতে। বিদ্যুৎ অতিরিক্ত। তো বিনামূল্যে ৭৫ ইউনিট না দিয়ে তো ১৫০ ইউনিট দিতে পারতেন। রাজ্যে শিল্প নেই। শিল্প আসবে কোথা থেকে? আইন-শৃঙখলার যা পরিস্থিতি, তাতে কেউ এ রাজ্যে ব্যবসা করতেই আসবে না। ফলে রাজ্যের হাল বেহালই থাকবে।
