Thursday, January 1, 2026

চিনে নিখোঁজ করোনা নিয়ে খবর জানানো সাংবাদিক

Date:

Share post:

চিনে করোনাভাইরাসের প্রথম সতর্কবাণী দেওয়া লি ওয়েনলিয়াং নামে চিকিৎসকের মৃত্যুর পরে রহস্যজনক ভাবে নিখোঁজ সাংবাদিক চেন কুইশি। মুখে খুলুপ তাঁর সঙ্গী ফ্যাং বিনেরও। এই দুজন কোনও সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত না হলেও, করোনার পরিস্থিতি নিয়ে বিশ্বকে জানাচ্ছিলেন। চিনের উহান থেকে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মৃতের সংখ্যা ছাড়িয়ে সাস-এর মহামারীকেও। করোনার আঁতুড়ঘর উহান শহর কড়া নিষেধাজ্ঞার ঘেরাটোপে বন্দি। কিন্তু সেখানে ঠিক কী ঘটছে, তা বাকি বিশ্বকে স্যোশাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছিলেন চেন ও ফ্যাং। তাঁদের ‘সিটিজেন জার্নালিস্ট’ বলে হচ্ছে। কিন্তু, গত ২০ ঘণ্টার বেশি সময় ধরে চেন নিখোঁজ। ফ্যাংও চুপচাপ। শুধু গত শুক্রবার তিনি একটি ভিডিও পোস্ট করেন। একটি হাসপাতালে দেহের ছবি তুল গেলে তাঁকে আটক করে প্রশাসন। বিশ্ব জুড়ে স্যোশাল মিডিয়ায় এই ঘটনার প্রতিবাদ জানানো হলে ফ্যাংকে ছেড়ে দেওয়া হয়।
বুধবার, চিনে ইন্টারনেটের উপরে নজর রাখার জন্য একটি সংস্থা আছে। দেশের তিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো, টেনসেন্টসউইচ্যাট ও বাইট ড্যান্সেস ডোয়েইনের উপরে তারা নজরদারি চালাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তারা।
চিন প্রশাসন যে হানা দিতে পারে, এমন ইঙ্গিত দিয়ে রোষের মুখে পড়েছিলেন উহানের চিকিৎসক কলি ওয়েংলিয়ান। পরে করোনায় মৃত্যু হয় তাঁরই। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিখোঁজ হয়ে গেলেন ‘সিটিজেন জার্নালিস্ট’ চেন কুইশি। নীরব তাঁর সঙ্গী ফ্যাং বিন।
খোঁজাখুঁজির পরে চেনের পরিবার জানতে পারে, তাঁর কোয়ারেন্টাইন করা হয়েছে। কিন্তু কোথায় রয়েছেন চেন সে বিষয়ে কিছুই জানায়নি প্রশাসন। চেনের আত্মীয়দের অভিযোগ, কোয়ারেন্টাইনের নাম করে তাঁকে আটক করে রাখা হয়েছে।

spot_img

Related articles

বিদায় ২০২৫, নতুন বছরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছাবার্তা অভিষেকের

পুরনো বছরের পাতা উল্টে নতুন বছরে পা দেওয়ার মুহূর্তে শুভেচ্ছাবার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

আয়নায় মুখ দেখুন! অনুপ্রবেশ-দুর্নীতি-নারী নিরাপত্তা ইস্যুতে শাহকে পাল্টা জবাব তৃণমূলের

রাজ্যের অনুপ্রবেশ, দুর্নীতি ও নারী নিরাপত্তা— এই তিন ইস্যু নিয়ে অমিত শাহকে (Amit Shah) পাল্টা কড়া জবাব দিল...

মতুয়াদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না! কমিশনকে সাফ বার্তা অভিষেকের

রাজ্যের বৈধ বাসিন্দা মতুয়া সম্প্রদায়ের মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলল তৃণমূল...

প্রাপ্তি-অপ্রাপ্তিতে কাটল 2025, নাচে-গানে-হুল্লোড়ে স্বাগত 2026

পাতা উল্টোলো ক্যালেন্ডারের। প্রাপ্তি-অপ্রাপ্তিতে মিশিয়ে কাটাল 2025। বুধবার, সন্ধে থেকে নাচে গানে হুল্লোড়ে 2026-কে (Happy New Year) স্বাগত...