সানা গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অষ্টাদশী কন্যা ফের খবরে৷ সানা প্রায়ই বাবা- সম্পর্কিত অনুযোগ নিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷ এবার আরও একবার প্রকাশ্যেই বাবার প্রতি ‘ক্ষোভ’ উগড়ে দিলেন সানা৷

সম্প্রতি সৌরভ গিয়েছেন লন্ডনে৷ উড়ানে বসে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন৷ সেই ছবিতে সৌরভ ক্যাপশন দেন, ‘অ্যানাদার ডেস্টিনেশন’৷

বাবার এই ছবি দেখামাত্রই সানা ওই ছবির তলায় লেখেন, “সেই জায়গা, যেখানে তুমি আমাকে ছাড়া যেতে খুব ভালবাসো” ৷
পিতা-পুত্রীর এই কথাও নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

আরও পড়ুন-রাজ্যপালের ভাষণ সরাসরি সম্প্রচারিত নয়! ফের ক্ষুব্ধ ধনকড়