এসএসকেএম  হাসপাতালে দেহদান করা হল বর্ষীয়ান সিপিএম নেতার

সোমবার সকালে দেহ দান করা হল প্রয়াত প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী শংকর কুমার সেনের।
শনিবার সন্ধে সাড়ে সাতটায় শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছিল। বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা।

তাঁর দেহ পিস ওয়ার্ল্ডে রাখা ছিল। সোমবার সকাল ১০টায় মৃতদেহ প্রথমে তাঁর দেশপ্রিয় পার্কের বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে গল্ফগ্রিনে আদি বাড়ি ঘুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বিধানসভা ও শিবপুর আইআইটি-তে নিয়ে যাওয়া হয়৷ এরপর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মরদেহ৷ এরপর চিকিৎসাবিজ্ঞানের জন্য শংকরবাবুর দেহ দান করা হয়৷

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার শঙ্করবাবু সিপিএম প্রার্থী হিসেবে দমদম বিধানসভা কেন্দ্র থেকে ১৯৯১ ও ৯৬ সালে পরপর দু’বার নির্বাচিত হন। জ্যোতি বসুর মন্ত্রিসভায় বিদ্যুৎ দফতরের দায়িত্ব পান তিনি।

Previous articleতফসিলিদের উপর অত্যাচার রোধে কড়া আইন ফিরিয়ে দিল কোর্ট
Next article‘মানুষের মতো’ আঙুল গরিলার হাতে! ছবি ভাইরাল নেট দুনিয়ায়