Thursday, August 28, 2025

পর্দার এক প্রান্ত থেকে ছুটে বেড়াচ্ছে একটি নেংটি ইঁদুর। আর তাকে তাড়া করতে গিয়ে নাজেহাল মালকিনের পোষা বেড়ালটি। আর তাই দেখে হেসে লুটোপুটি আট থেকে আশি। আট নয়, আশি বছর ধরে চলছে এই মুগ্ধতা। টমকে নাস্তানাবুদ করা জেরি-র কাহিনী আজ ৮০ বছর পূর্ণ করল। সোমবার, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কার্টুন জুটি টম ও জেরির ৮০তম জন্মদিন।

১৯৪০-র এই দিনেই উইলিয়াম হানা ও জোসেফ বারবেরার তুলির টানে দর্শকের সামনে আসে টম ও জেরি। তখন অবশ্য তাদের নাম ছিল জ্যাসপার আর জিঙ্কস। গল্পের নাম ছিল ‘পাস গেটস দ্য বুট’। তুমুল জনপ্রিয় পায় ছবিটি। জুটে যায় অ্যানিমেটেড শর্ট-এর বিভাগে অস্কার পুরস্কার। কোটি কোটি মানুষ ভালবেসে ফেলেন এই জুটিকে। অসংখ্য দর্শক চিঠি লিখে জানায়, তারা টম ও জেরিকে আরও চান। ১৯৫৮ পর্যন্ত হানা ও বারবেরা তৈরি করেছিলেন ১১৪টি পর্ব। এই সময়ে স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র বিভাগে ৭বার সেরা অ্যাকাডেমি পুরস্কার জিতে নিয়েছিল এই জুটি।

চার্লি চ্যাপলিনের ছবি দেখে বারবেরা শিখেছিলেন, সংলাপ ছাড়াই তৈরি হতে পারে দুর্দান্ত কমেডি। সেটাই করেছিলেন তিনি।
বিপুল খরচের কারণে বছরে ৬ থেকে ৭টির বেশি পর্ব তৈরি করা সম্ভব হত না। অবশ্য ১৯৫৭ সালের পর ১৯৬১-৬২ জিন ডাইচ টম অ্যান্ড জেরি পরিচালনার দায়িত্ব নেন। কিন্তু সেই সময় এই কার্টুনের ১৩টি পর্ব ‘সবচেয়ে বাজে কার্টুন’-এর তকমা পায়। এরপর ১৯৬৭ পর্যন্ত অসংখ্য নির্মাতা মিলে পুনরুজ্জীবিত করেছেন এই চরিত্র দুটিকে।

টম ও জেরি নামে টেলিভিশন সিরিজ শুরু হয় ১৯৭৫-এ। সাময়িক ছেদ পড়লেও ‘দ্য টম অ্যান্ড জেরি শো’ এখনও চলছে।
৯০ বছর বয়সে উইলিয়াম হানা মারা গিয়েছেন ২০০১-এ। ২০০৬-এ ৯৫ বছর বয়সে টম ও জেরি-কে রেখে চলেছে গিয়েছেন জোসেফ বারবেরাও। কিন্তু আজও জনপ্রিয়তম কার্টুনের শিরোপা নিয়ে বহাল তবিয়তে ছুটে বেড়াচ্ছে টম ও জেরি।

আরও পড়ুন-রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু

Related articles

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...
Exit mobile version