পালাতে গিয়ে ১৫ জন রোহিঙ্গার মৃত্যু!

বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশ উপকূলে সেন্ট মার্টিন দ্বীপের কাছে নৌকাডুবিতে কমপক্ষে ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে ১৪ জন মহিলা ও একটি শিশু। ৬৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ নৌ বাহিনী ও উপকূলরক্ষী বাহিনী। বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, ডুবে যাওয়া ওই ট্রলারটিতে কমপক্ষে ১২৫ জন রোহিঙ্গা ছিলেন। এখনও অনেকে নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। সূত্রের খবর, বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে তাঁরা পালিয়ে মালয়েশিয়ার উপকূলে যাচ্ছিলেন।

মায়ানমারের রাখাইন প্রদেশ অর্থাৎ পূর্বতন আরাকান থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা পালিয়ে গিয়েছেন। বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন শরণার্থী শিবিরে রয়েছেন তাঁরা। বাংলাদেশ সরকারের হিসেবে, ৭ লক্ষের বেশি রোহিঙ্গা রয়েছেন শিবিরগুলিতে। অভিযোগ, মায়ানমার সরকার রাখাইন প্রদেশে সেনা অভিযান চালাতে নির্দেশ দেয়। তারপরেই শুরু হয় গণহত্যা ও গণধর্ষণ। যদিও মায়ানমার সরকারের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী প্রথমে সেনা বাহিনীর উপর হামলা চালিয়েছিল। বিতর্কিত এই রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে প্রথম থেকে নীরব ছিলেন ময়ানমারের সর্বময় নেত্রী সু কি। যার জেরে বিশ্ব রাজনীতিতে সমালোচনার মুখে পড়েন তিনি। আন্তর্জাতিক আদালতেও রোহিঙ্গাদের গণহত্যা সংক্রান্ত মামলায় মায়ানমারের কড়া সমালোচনা করা হয়।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে জামিন খারিজ শ্রীকান্ত মোহতার

Previous articleবিধানসভায় এ কী কাণ্ড! মনোজের দিকে তেড়ে গেলেন মোবাইল কানে তাপস!
Next articleঅমিত শাহর কৌশলই এবার চ্যালেঞ্জের মুখে