সুপ্রিম কোর্টে জামিন খারিজ শ্রীকান্ত মোহতার

শীর্ষ আদালতে খারিজ প্রযোজক শ্রীকান্ত মোহতার জামিনের আর্জি। সোমবার, সুপ্রিম কোর্টে জামিনের আর্জির শুনানি হয়। কিন্তু বিচারপতি এন ভি রামানা, বিচারপতি অজয় রাস্তোগি ও বিচারপতি ভি রামসুব্রমানিয়ানের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে। রায়ে জানানো হয়, মামলার এই পর্যায়ে শ্রীকান্ত মোহতাকে জামিন দেওয়া যাবে না।

গত বছর জানুয়ারি মাসের শেষের দিকে রোজভ্যালি চিটফান্ড মামলায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মের কর্ণধার শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করে সিবিআই। প্রথমে প্রযোজককে তাঁর কসবার অফিস থেকে আটক করেন তদন্তকারী আধিকারিকরা। তারপরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত ওড়িশার ভুবনেশ্বরে জেল হেফাজতে রয়েছেন শ্রীকান্ত। জামিনের আর্জি খারিজ হওয়ায়, সেখানেই আপাতত তাঁকে বন্দিদশা কাটাতে হবে।

আরও পড়ুন-নির্বাচনের ফলের দিনে নীরব শাহিনবাগ, মুখে কাপড় বেঁধে প্রতিবাদ

Previous articleবিরাটের দুঃস্বপ্নের ওয়ান ডে সিরিজ
Next articleসিঁথি কাণ্ডের প্রতিবাদে বিজেপির জমায়েত ঘিরে ধুন্ধুমার