নির্বাচনের ফলের দিনে নীরব শাহিনবাগ, মুখে কাপড় বেঁধে প্রতিবাদ

দিল্লির নির্বাচনে এবার সবচেয়ে আলোচিত বিষয় ছিল শাহিনবাগ আন্দোলন। শাসক-বিরোধী দুই শিবিরই ভোট প্রচারে বিভিন্ন ভাবে ব্যবহার করেছে এই আন্দোলনকে। কিন্তু ভোট দিলেও, ফল বেরনোর দিনে একেবারে নীরব শাহিনবাগ। ফল নিয়ে মতামত দেওয়া তো দূরস্ত, মুখে কালো কাপড় বেঁধে মঙ্গলবার ‘নীরব প্রতিবাদ’ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা।
কে জিতলেন বা হারলেন, এইসব বিষয়ে মুখ খুলতে নারাজ শাহিনবাগের আন্দোলনকারীরা। মুখে কালো কাপড় বেঁধে, পোস্টার নিয়ে হাজির হয়েছেন তাঁরা। ভোটের রেজাল্ট বেরনোয় এদিনে শাহিনবাগে ভিড়ও তুলনামূলকভাবে কম।

সিএএ-এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদে গত দেড় মাস ধরে দিল্লির শাহিনবাগে অবস্থান বিক্ষোভ চলছে। দিল্লির মানুষ বিজেপি-কে প্রত্যাখ্যান করেন সিএএ-এনআরসি-র বিরুদ্ধেই মত দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের। কিন্তু বিধানসভা নির্বাচনের সেই ফল নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাইছেন না শাহিনবাগের আন্দোলনকারীরা। তাঁদের মতে, দিল্লির বিধানসভা ভোটে ফল নিয়ে শাহিনবাগের মাথাব্যথা নেই। তাঁদের দাবি একটাই, নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার। সেই কারণে রাজধানীর ভোটের ফল নিয়ে যখন চলছে চুল চেরা বিশ্লেষণ, এই ফলাফলের প্রভাব নিয়ে চলছে জোরদার আলোচনা, তর্ক-বিতর্ক তখন মৌন প্রতিবাদে শামিল শাহিনবাগ।

আরও পড়ুন-মিথ্যেবাদীদের পরাজয় হয়েছে, কেজরিকে শুভেচ্ছা চিদম্বরমের

Previous articleঅস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদ, সাউথ পয়েন্টের ছায়া এবার বি ডি মেমোরিয়ালে
Next articleআইসিডিএস-এ শিশুর খাবারে মরা টিকটিকি, এলাকায় বিক্ষোভ