Saturday, August 23, 2025

দেড় বছরে হাতছাড়া ৬ রাজ্য, বিজেপিতেই প্রশ্ন, হারছি কেন?

Date:

Share post:

দেড় বছরে ৬ রাজ্য। বিজেপিমুক্ত সরকার। যে দিল্লি জয়ের স্বপ্ন দেখছিল মোদি-অমিত জুটি, সেখানে প্রাপ্তির ভাঁড়ারে মাত্র ৭ আসন। অথচ মাস আটেক আগে লোকসভা ভোটে ৭ আসনের সাতটিই গিয়েছিল বিজেপির পকেটে। ভোটও ছিল ৫০% -এর বেশি। সেখান থেকেই জয়ের স্বপ্ন দেখা শুরু। কিন্তু দিল্লির মানুষ বুঝিয়ে দিলেন, দিল্লির শাসন থাকবে কেজরিওয়ালের হাতে। মোদি-অমিতে তাঁরা আস্থা রাখছেন না।

কেন এমন ভরাডুবি? কেন আঠারো মাসে পরপর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ড,তেলেঙ্গানা, দিল্লি হাতছাড়া? দিল্লি দখলে মোদি-অমিত তো ছিলেনই, সেই সঙ্গে ২৭০ সাংসদ আর ৭০জন মন্ত্রীকে প্রচারে নামিয়েছিল বিজেপি। তাতেও শেষরক্ষা হয়নি। কিন্তু এই হারের অসুখটা কী? কিংবা দাওয়াই বা কী? দলের দুই সাংসদ ও প্রার্থী যে কথা বললেন, সেখানেও সেই সুর। স্বামী বলেছেন, বহু রাজ্যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, রাখতে পারিনি। তার ফল হাতেনাতে পেয়েছি। দিল্লির প্রার্থী কপিল মিশ্র বলেন, কিছু গড়বড় হচ্ছে। খতিয়ে দেখা দরকার। সাংসদ-ক্রিকেটার গৌতম গম্ভীর বললেন, দিল্লির মানুষকে কেন আমরা বোঝাতে পারিনি, তা ভেবে দেখা দরকার। আম বিজেপি কর্মীরা বলছেন, মোদি-অমিত ক্লিশে হয়ে গিয়েছে। নতুন নেতা নেই। চাড্ডাকেও হাত ছড়িয়ে খেলতে দেওয়া হচ্ছে না। প্রার্থীদের নিয়ে অভিযোগ। তবু তাদের প্রার্থী করা হচ্ছে। পাকিস্তান, হিন্দুত্ব নিয়ে অসংখ্য কথা। কিন্তু একটিও কথা নেই দিল্লির উন্নয়ন নিয়ে। সামনে অসম-বিহার-পশ্চিমবঙ্গে ভোট। সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি হলে গেরুয়া শিবির অটুট থাকবে তো! মোদি-অমিত জুটি বিজেপির ট্রাম্প কার্ড থাকবে তো!

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...