শেষ ধাপে এসে রুদ্ধশ্বাস জয় মণীশ সিসোদিয়ার

ওদিকে যখন দলের বিপুল জয়ে চলছে উৎসব, তখনও ‘অক্সিজেন’ চলছে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া’র ৷ গণনার শুরু থেকেই কখনও এগিয়ে কখনও পিছিয়ে ছিলেন কেজরির সেকেন্ড- ইন -কম্যান্ড মণীশ সিসোদিয়া ৷ সমানে টক্কর দিচ্ছিলেন বিজেপি প্রার্থী রবীন্দর সিং নেগি ৷ চূড়ান্ত রাউন্ডের গণনা শেষে স্বস্তি মিললো সিসোদিয়ার৷ পটপড়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী বলে ঘোষিত হলেন বিদায়ী ডেপুটি মুখ্যমন্ত্রী ও AAP প্রার্থী মণীশ সিসোদিয়া ৷
বেশ কয়েক রাউণ্ডে দ্বিতীয় স্থানে থাকার পর ১৩ রাউন্ড শেষে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে ৩,১২৯ ভোট এগিয়ে দৌড় শেষ করলেন আপ প্রার্থী মণীশ সিসোদিয়া ৷ মণীশ সিসোদিয়াই একমাত্র রাজনৈতিক নেতা যিনি শাহিনবাগের মহিলাদের আন্দোলন প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ৷

Previous article‘হাত’ এবারও খালি, ৬৭ আসনে জামানত বাজেয়াপ্ত
Next articleদেড় বছরে হাতছাড়া ৬ রাজ্য, বিজেপিতেই প্রশ্ন, হারছি কেন?