দিল্লি বিধানসভা নির্বাচনে প্রথম দু’ঘণ্টায় ফলাফলের যা ট্রেন্ড, তাতে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া অরবিন্দ কেজরিওয়ালের কাছে শুধু সময়ের অপেক্ষা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে দিল্লি বিধানসভা নির্বাচনে গণনা শুরু হতেই একের পর এক আসনে এগিয়ে যায় আম আদমি পার্টি। অন্যদিকে, দ্বিতীয় দল হিসেবে কিছু আসনে বিজেপি এগিয়ে থাকলেও তা আপের তুলনায় অনেকটাই কম। আর এই ফলাফলই শেষ পর্যন্ত বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ, বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার ফলাফলই মিলতে চলেছে দিল্লিতে।

যদিও এখনো হাল ছাড়তে নারাজ বিজেপি নেতা মনোজ তিওয়ারি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশাবাদী মনোজ তিওয়ারি বলেন, গণনা শেষ পর্যন্ত অপেক্ষা করলে দেখা যাবে বিজেপি ৪৮টির বেশি আসন পাবে। এমনকী, ৫৫টি আসনও যদি বিজেপি পায়, তাহলেও তিনি চমকে যাবেন না। শুধু তাই নয়, জয়ের সেলিব্রেশনও নাকি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির! তেমনটাই জানালেন মনোজ তিওয়ারি।
