দিল্লির জয়ের সেলিব্রেশনের কেন্দ্রে এক খুদে ‘মাফলারফ্যান’৷ ভোট গণনার শুরু থেকেই নজরে তিনি৷ ওরিজিনাল কেজরির থেকেও বেশি ভাইরাল খুদে কেজরির ছবিই৷
বয়স মাত্র ১ বছর, নাম আভ্যান তোমার৷ তার বাবা রাহুল তোমার পেশায় ব্যবসায়ী, AAP সমর্থক৷ তার মা মীনাক্ষীও AAP- সমর্থক৷ সকাল থেকেই হাওয়া বুঝে ছেলেকে পুচকে কেজরি সাজিয়েছিলেন মা-বাবা৷ AAP-এর সদর দফতরের সামনে প্রথম দেখা গিয়েছিল তাকে৷ তারপর থেকেই ছোট্ট কেজরিকে দেখে উচ্ছ্বাস শুরু৷
দিনভর তিনিই কাড়লেন ‘তিনি’৷ দিল্লির ফলাফল সামনে আসার সঙ্গে সঙ্গে ছোট্ট কেজরিও হল ভাইরাল৷ তাকে নিয়ে দিনভর প্রচুর ট্যুইটও হল৷
