গভীর রাতে কো-অপারেটিভ ব্যাঙ্কে তল্লাশি, কেন?

রাত দুটো অবধি পুলিশের তল্লাশি চলল ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে। বেনামি এবং বেআইনি ঋণ দেওয়ার অভিযোগে বারাকপুর পুলিশ কমিশনারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসাররা এই তল্লাশি চালান বলে পুলিশ সূত্রে খবর। টানা সাড়ে ৮ঘণ্টা তল্লাশি চালানোর পর বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে পুলিশ। যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি তারা। এমনকী ছবি তুলতেও সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয়।

তবে, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অভিযোগ, এই তল্লাশিতে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমানতকারী এবং গ্রাহকদের নথি ঘাটাঘাটি করা পুলিশের এক্তিয়ার ভুক্ত নয় বলেও মত ব্যাঙ্ক কর্তৃপক্ষের। এই নিয়ে আদালতে দ্বারস্থ হতে পারে তারা। তবে, গ্রাহকদের উদ্বিগ্ন না হতে আবেদন জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন-করোনা আতঙ্কে এ কী করলেন প্রৌঢ়!

Previous articleকরোনা আতঙ্কে এ কী করলেন প্রৌঢ়!
Next articleমাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে !