একজনের একটাই বাড়ি, এ কী প্রস্তাব দিল হাইকোর্ট!

সবার মাথার উপর ছাদ সুনিশ্চিত করতে একজন ব্যক্তির একটিই বাড়ির প্রস্তাব দিল মাদ্রাজ হাইকোর্ট। গত সপ্তাহে হাইকোর্ট প্রস্তাব দেয়, একজন ব্যক্তির একটিই বাড়ি থাকবে। সবার মাথার উপর ছাদ সুনিশ্চিত করতেই এই প্রস্তাব দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। একজনের দখলে যদি একাধিক বাড়ি থাকে, তবে কীভাবে বাকিদের আশ্রয় নিশ্চিত করা সম্ভব সেই প্রশ্ন তুলছে কোর্ট।
মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কথায়, প্ল্যাটফর্মের নীচে, রাস্তার ফুটপাতে, সিমেন্টের পাইপের ভিতরে বা গাছের নীচে অনেক মানুষ থাকেন। এঁরা সুযোগ সুবিধা, নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশ্ন উঠেছে একজন ব্যক্তির একাধিক সম্পত্তি থাকলে সবার মাথার উপর ছাদ দেওয়া কী করে সম্ভব হবে? বিচারপতি বলেন, কোনও একটি পরিবারের বা একজন ব্যক্তির মালিকানাধীন যদি একাধিক বাড়ি থাকে তবে ১০০ শতাংশ অতিরিক্ত স্যাচুয়েরিটি চার্জ নেওয়া হবে জলের বা বিদ্যুতের বিলের মাধ্যমে। এছাড়া অনাবাসী ভারতীয়দের এদেশে সম্পত্তি কেনার বিষয়ে নিরুৎসাহিত করা উচিৎ বলে তিনি মনে করেন।

Previous articleসিঁথি কাণ্ডে উধাও ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী আসুরাবিবি !
Next articleস্নাতক কর্মীদের বেতন দিতে হবে কমপক্ষে ১৯,৫৭২টাকা, নির্দেশ শীর্ষ আদালতের