Sunday, November 16, 2025

বিতর্কের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করে বাবুলকে গুরুদায়িত্ব দিলেন রেলমন্ত্রী

Date:

অবশেষে উদ্বোধন হলো বহু আলোচিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর সঙ্গে ছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। উদ্বোধনের পর তাঁরা দু’জনেই মেট্রো ও পূর্ব রেল আধিকারিকদের সঙ্গে অত্যাধুনিক স্টেশন পরিদর্শন করেন।

এদিকে মুখ্যমন্ত্রীকে আগে থেকে আমন্ত্রণ না জানানোয় রাজ্য সরকার কিংবা বিধাননগর পুরনিগমের কোনও জন প্রতিনিধি বা আধিকারিক এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন না। ফলে কেন্দ্রীয় মন্ত্রিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান যতই জমকালো হোক না কেন, তা কিন্তু বিতর্কিত হয়ে রইল। সাক্ষী রইল অসৌজন্যতার।

বাবুল সুপ্রিয় অবশ্য বিষয়টি একেবারে এড়িয়ে না গিয়ে ছোট করে উত্থাপন করেন। তিনি বলেন, “এতো সুন্দর একটা অনুষ্ঠানে রাজ্য সরকারের কোনও প্রতিনিধি থাকলে ভালো লাগত।”

কেন্দ্রীয় রেনমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “কলকাতায় যখনই আসি ভালো লাগে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এখানকার ভূমিপুত্র, তাই আরও বেশি করে পশ্চিমবঙ্গকে ভালো লাগে।
বাবুলের সঙ্গে দেখা হলেই ও কলকাতায় আসার আবদার করে। রেল প্রকল্পগুলি দেখে যেতে বলে।”

এরপরই মঞ্চ থেকে রেলমন্ত্রী বাংলা থেকে দলীয় সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে মেট্রো প্রকল্পগুলি দেখাশুনা করার গুরু দায়িত্ব দেন। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর জন্য বাবুলকে বলেন। ভারতীয় রেলের পাশে থাকার জন্য বাবুল সুপ্রিয়কে ধন্যবাদও জানান রেলমন্ত্রী।

প্রাথমিক পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে করুণাময়ী পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। আগামীকাল শুক্রবার থেকেই জনসাধারণের জন্য খুলে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দরজা।

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version