Wednesday, May 21, 2025

বিতর্কের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করে বাবুলকে গুরুদায়িত্ব দিলেন রেলমন্ত্রী

Date:

অবশেষে উদ্বোধন হলো বহু আলোচিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর সঙ্গে ছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। উদ্বোধনের পর তাঁরা দু’জনেই মেট্রো ও পূর্ব রেল আধিকারিকদের সঙ্গে অত্যাধুনিক স্টেশন পরিদর্শন করেন।

এদিকে মুখ্যমন্ত্রীকে আগে থেকে আমন্ত্রণ না জানানোয় রাজ্য সরকার কিংবা বিধাননগর পুরনিগমের কোনও জন প্রতিনিধি বা আধিকারিক এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন না। ফলে কেন্দ্রীয় মন্ত্রিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান যতই জমকালো হোক না কেন, তা কিন্তু বিতর্কিত হয়ে রইল। সাক্ষী রইল অসৌজন্যতার।

বাবুল সুপ্রিয় অবশ্য বিষয়টি একেবারে এড়িয়ে না গিয়ে ছোট করে উত্থাপন করেন। তিনি বলেন, “এতো সুন্দর একটা অনুষ্ঠানে রাজ্য সরকারের কোনও প্রতিনিধি থাকলে ভালো লাগত।”

কেন্দ্রীয় রেনমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “কলকাতায় যখনই আসি ভালো লাগে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এখানকার ভূমিপুত্র, তাই আরও বেশি করে পশ্চিমবঙ্গকে ভালো লাগে।
বাবুলের সঙ্গে দেখা হলেই ও কলকাতায় আসার আবদার করে। রেল প্রকল্পগুলি দেখে যেতে বলে।”

এরপরই মঞ্চ থেকে রেলমন্ত্রী বাংলা থেকে দলীয় সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে মেট্রো প্রকল্পগুলি দেখাশুনা করার গুরু দায়িত্ব দেন। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর জন্য বাবুলকে বলেন। ভারতীয় রেলের পাশে থাকার জন্য বাবুল সুপ্রিয়কে ধন্যবাদও জানান রেলমন্ত্রী।

প্রাথমিক পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে করুণাময়ী পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। আগামীকাল শুক্রবার থেকেই জনসাধারণের জন্য খুলে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দরজা।

Related articles

আপনি আছেন: চা-বাগানে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত শ্রমিকরা

বরাবরই পথে হেঁটে জনসংযোগ পছন্দ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পরামর্শ দেন অন্যদেরও। এবার উত্তরবঙ্গ...

মোহনবাগানের পর দেশের জার্সিতেও সাফল্যের লক্ষ্যে শুভাশিস

পুরনো ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতীয় দল(Indian Football Team)। সামনে একটা প্রস্তুতি ম্যাচ...

সুপ্রিম কোর্টে জামিন অধ্যাপক মামুদাবাদের, হরিয়ানা পুলিশকে নোটিশ মানবাধিকার কমিশনের

সুপ্রিম কোর্টে অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন অশোকা ইউনিভার্সিটির অধ্যাপক আলি খান মামুদাবাদ। জামিন পেলেও বুধাবার তদন্ত চলবে বলে...

ভেজাল চায়ের আমদানি রুখতে সীমান্তে বসবে টেস্টিং মেশিন : মুখ্যমন্ত্রী

বিনা শুল্কে নেপালের ভেজাল চা আমদানি হচ্ছে। দার্জিলিং চায়ের(Darjeeling Tea) ব্র্যান্ডিং নষ্ট করছে। নেপালের বেলায় ট্যাক্স নেই, এদিকে...
Exit mobile version