Sunday, November 16, 2025

স্থানীয়দের আপত্তিতেই দেরি, খরচ বেশি! ইস্ট-ওয়েস্ট মেট্রোর দরজা খুলেও বিতর্কে রেলমন্ত্রী

Date:

বহু চর্চিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করে দরজা খুলে দিলেও, এদিন একটি মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন অনুষ্ঠানের একটি পর্বে গোয়েল নাম না করে স্থানীয় মানুষদের তোপ দাগেন।

তিনি বলেন, “২০০৯ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হয়েছিল। কিন্তু কিছু মানুষের আপত্তিতে রুট পরিবর্তন করতে হয়। যার জেরে ৩ বছর কাজ বন্ধ ছিল। এটা দুর্ভাগ্যজনক। আর এই ৩ বছর দেরির জন্য কাজের খরচ বেড়ে গিয়েছে, সবথেকে বেশি যেসব প্রকল্পে বরাদ্দ হয়েছে, তার মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো অন্যতম। স্থানীয় সমর্থন পেলে দ্রুত কাজ করতে পারতাম।” তাঁর এই বক্তব্যের পরই স্থানীয় মানুষদের মধ্যে আলোড়ন তৈরি হয়। তাঁদের দাবি, নিজেদের ব্যর্থতা ঢাকতে রেলমন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন। মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিতর্কিত মন্তব্য করে পরোক্ষে বাংলার মানুষকেই অপমান করলেন গোয়েল

পাশাপাশি, ঘুরিয়ে রাজ্য সরকারের অসহযোগিতার দাবি করেন রেলমন্ত্রী। তাঁর কথায়, “কিছু জায়গায় জমি সমস্যা আছে। কিছু জায়গায় রাজ্য সরকারের সাহায্য দরকার। আশা করব, সরকার সাহায্য করবে। ভালো সাহায্য পেলে বাকি মেট্রো প্রকল্পগুলি তাড়াতাড়ি শেষ করতে পারব।”

সবশেষে তিনি বলেন, “রেলের আরও অনেক প্রকল্প পশ্চিমবঙ্গে আনতে চাই। কিন্তু আনতে পারিনি। আশাকরি, বর্তমান রাজ্য সরকার অনুমতি দেবে। তাহলেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব। আমি আশা করব অবস্থার পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গ থেকে আগেও অনেকে রেলমন্ত্রী ছিলেন।”

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version