ইস্ট-ওয়েস্ট মেট্রো কাকে উৎসর্গ করলেন রেলমন্ত্রী? জানলে আপনিও গর্বিত হবেন!

বৃহস্পতিবার ছিল বহু চর্চিত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের শুভ সূচনা। উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। অনেক বিতর্কের মধ্য থেকে উদ্বোধন হলেও একটা মহৎ কাজ করলেন গোয়েল। সরোজিনী নাইডুর জন্ম শতবর্ষে তাঁকেই ইস্ট–ওয়েস্ট মেট্রোর প্রথম দফার পথ উৎসর্গ করলেন রেলমন্ত্রী।

এই প্রসঙ্গে রেলমন্ত্রী জানালেন, এই মেট্রো পথ সরোজিনী নাইডুকে উৎসর্গ করা হচ্ছে। একইসঙ্গে তিনি বাঙালিকে আরও একটি খুশির খবর শোনালেন। তাঁর কথায়, “এবছরের দুর্গাপুজোর আগেই ইস্ট–ওয়েস্ট মেট্রোর প্রথম ভূগর্ভ স্টেশন ফুলবাগানের উদ্বোধন হয়ে যাবে। পুজোয় সেই রুট কলকাতাবাসী ব্যবহার করতে পারবেন বলেও আশাবাদী গোয়েল বলেছেন, ‘‌রাজ্য সরকার এবং স্থানীয় মানুষজনের সহযোগিতা পেলে হাওড়া পর্যন্ত কাজও সম্পন্ন করে ফেলবো আমরা।”

Previous articleজালনোট পাচারের অভিযোগে ৬ বছরের কারাদণ্ড এনআইএ বিশেষ আদালতের
Next articleব্রেকফাস্ট নিউজ