জালনোট পাচারের অভিযোগে ৬ বছরের কারাদণ্ড এনআইএ বিশেষ আদালতের

জালনোট পাচারের অভিযোগে এক ব্যক্তিকে ৬ বছরের কারাদণ্ডের সাজা শোনাল কলকাতার বিশেষ এনআইএ-এর বিশেষ কোর্ট। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন এনআইএ-এর মুখপাত্র।

তিনি জানিয়েছেন, গত বছর ৮ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছিল দুই বাংলাদেশিকে। এর মধ্যে একজনের দোষ প্রমাণিত হওয়ায় সাজা শোনাল এনআইএ আদালত। অন্য ব্যক্তির সাজা এখন ও শোনানো হয়নি বলে জানিয়েছে এনআইএ।

Previous articleদিল্লির ফলের পরেই বিজেপির শীর্ষস্তরে রাশ আলগা হওয়ার ইঙ্গিত
Next articleইস্ট-ওয়েস্ট মেট্রো কাকে উৎসর্গ করলেন রেলমন্ত্রী? জানলে আপনিও গর্বিত হবেন!