চোখের জল ফেলতে হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর টাকা জোগাড় করতে,  একটা খবর তো দিতে পারত : মুখ্যমন্ত্রী

ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে বিতর্কও কম হয়নি। পুরো পরিস্থিতিতে ব্যথিত মুখ্যমন্ত্রী। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “তখন ইউপিএ সরকারে ছিলাম। কষ্ট লাগে। চোখের জল ফেলতে হয়েছিল প্রকল্পের টাকা জোগাড় করতে। আমার ছবির দরকার ছিল না। একটা খবর তো দিতে পারত।”

প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী, মুখ্যসচিব কাউকেউ আমন্ত্রণ জানানো হয়নি বলে বুধবার দাবি করে শাসকশিবির। শুধুমাত্র আমন্ত্রণ করা হয়েছিল স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক সুজিত বসু এবং কৃষ্ণা চক্রবর্তীকে। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোর জন্য উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে রাজ্য।

এই পরিস্থিতে বৃহস্পতিবার রাজ্যের দাবি উড়িয়ে মেট্রোর দাবি করে যে, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।নবান্নে গিয়েছিলেন মেট্রোর এক আধিকারিক। সশরীরে গিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি। রেলমন্ত্রী পীযূষ গয়ালের নির্দেশে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করতে যাওয়া হয়।তবে শেষপর্যন্ত বৃহস্পতিবার সন্ধেয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সরকারে তরফে কোনও মন্ত্রীই উপস্থিত ছিলেন না। দেখা যায়নি শাসক শিবিরের অন্য কোনও নেতাকেও। উদ্বোধনী অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়কে বলতে শোনা যায়, “রাজ্যের কেউ থাকলে ভালো লাগত।”

 

Previous articleCAA-র সাংবিধানিক বৈধতা মামলায় কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের
Next articleভ্যালেন্টাইন্স ডে-র সকালে শ্বশুরবাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে যুবক