পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা

ভ্যালেন্টাইন্স ডে তে বাংলার ক্রিকেট প্রেমিকদের দুরন্ত উপহার দিল বাংলা দল!
প্রথম ইনিংসে ১৩৮ অল আউট হয়ে গিয়ে দুরন্ত কামব্যাক, পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলা – ১৩৮ ও ২০২
পাঞ্জাব – ১৫১ ও ১৪১
মনোজ তিওয়ারি – ৭৩ ও ৬৫
শাহবাজ আহমেদ – ৫৭/৭ ও ৪৪/৪
আকাশদীপ সিং – ৩০/৩ ও ১৭/২

ইতিমধ্যেই গুজরাত, সৌরাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ চলে গিয়েছে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে। এলিট গ্রুপ ‘এ’ ও ‘বি’ মিলিয়ে মোট পাঁচটি দল যাবে নকআউট পর্যায়ে। এই পরিস্থিতিতে পাঞ্জাবের বিরুদ্ধে পাটিয়ালায় দ্বৈরথে নেমেছিল বাংলা। সাত ম্যাচের পরে বাংলার পয়েন্ট ছিল ২৬। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে কমপক্ষে তিন পয়েন্ট দরকার ছিল বাংলা দলের। আজকের দুরন্ত জয়ে অনায়াসে তা পকেটে পুরল বাংলা।
যদিও পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কোচ অরুণলাল। বাংলার কোচ বলেন, ‘‘রঞ্জি ট্রফির ম্যাচের জন্য এই উইকেট উপযুক্ত নয়। তবে কিছু করার নেই। এই উইকেটেই খেলতে হয়েছে আমাদের ছালাদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত এই ধরনের উইকেট যাতে না দেওয়া হয়, সে দিকে নজর দেওয়া। কারণ, রঞ্জি ট্রফি ভারতের অন্যতম সেরা ক্রিকেট প্রতিযোগিতা। এখান থেকেই ভারতের তরুণ প্রতিভা উঠে আসে।’’

 
Previous articleকেজরিওয়ালের শপথে আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে
Next articleএক আসল প্রেমের গল্প