ধেয়ে আসছে বিশাল আকারের গ্রহাণু, শনিবারই আছড়ে পড়তে পারে পৃথিবীর বুকে

ফের চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালে। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন এক বিশাল গ্রহাণু পৃথিবীর অত্যন্ত কাছাকাছি চলে এসেছে। আশঙ্কা করা হচ্ছে শনিবারেই পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর ধাক্কা লাগতে পারে। এই গ্রহাণুটিকে 163373 (2002 PZ39) হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার বিকেল ৪.৩০টে নাগাদ বিপজ্জনক ভাবে পৃথিবীর কাছাকাছি চলে আসতে পারে এটি।

৩২৫০ ফুট উচ্চতার এই গ্রহাণু ঘণ্টায় ৩৪,০০০ মাইল গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসছে। আকারে এই পৃথিবীতে মানুষের তৈরি যে কোনও কিছুর থেকে বড় এই রাক্ষুসে গ্রহাণু। সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর অত্যন্ত কাছাকাছি এসে পড়বে এটি। গ্রহাণুটির সঙ্গে সত্যি সত্যি পৃথিবীর ধাক্কা লাগলে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রহাণুর সঙ্গে পৃথিবীর ধাক্কায় সুনামি, ভূমিকম্প, প্রবল ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হতে পারে।

তবে পৃথিবীর খুব কাছে এসে পড়লেও এই গ্রহাণুটির আমাদের গ্রহের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা প্রায় নেই বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

 

Previous articleজয় হলো ভালোবাসার, দফতরে বসেই বিয়ে সারলেন IAS আর IPS
Next articleনেরোকাকে হাফ ডজন গোলের মালা পরিয়ে প্রেমদিবসে লিগের আরও কাছে মোহনবাগান