Sunday, January 11, 2026

কণ্ঠরোধ করছে কেন্দ্রের শাসকদল, মত প্রকাশের স্বাধীনতাই জাতীয়তাবাদ: অভিষেক

Date:

Share post:

ইংরেজি দৈনিক আযোজিত “আজকের ভারতে ভিন্নমত দেশদ্রোহী তকমা” শীর্ষক বিতর্ক সভায় পক্ষে বলতে উঠে হালকা মেজাজে শুরু করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যয়। তিনি বলেন, তাঁকে যখন এই বিতর্ক সভার সম্পর্কে জানানো হয়, তখন বলা হয় তাঁর বিপক্ষের বক্তা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুনে অভিষেক দারুণ উৎসাহিত বোধ করেন। কারণ, যেভাবে দিলীপ ঘোষ গরুর দুধে সোনা আবিষ্কার করেছেন, তেমন ভাবেই হয়ত গোবর থেকে প্ল্যাটিনাম পাওয়ার তথ্যটাও জানাবেন। কিন্তু দিলীপ ঘোষকে না দেখে আশাহত হন।

এরপরেই বিতর্কের মূল পর্বে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সভায় উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, তাঁরা চিড়ে খান কি না, বিরিয়ানি পছন্দ করেন কি না, ফুড ডেলিভারি বয়ের বা অ্যাপ ক্যাবের চালকের ধর্ম সম্পর্কে জানতে চান কি না? কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের জনগণ কী খাবে, কী পরবে সেটা ঠিক করে দেওয়াটা জাতীয়তাবাদ নয়, দেশপ্রেমও নয়। মত প্রকাশের স্বাধীনতাই আসল জাতীয়তাবাদ।
অভিষেকের মতে, বিরোধীদের জাতীয়তাবাদের সংজ্ঞার থেকে তাঁদের চিন্তাধারা আলাদা। নাম না করে তিনি বলেন, গেরুয়া শিবিরের কাছে ক্ষমতার লোভ হচ্ছে তাদের দেশপ্রেম, আর তাঁর কাছে গঠনমূলক, উন্নয়নমূলক কাজই দেশভক্তি। হিংসা-বিদ্বেষ-বিভাজনকে হাতিয়ার করছে বিরোধীরা। আর অভিষেকরা চাইছেন উন্নয়ন।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যক্তি স্বাধীনতা, বাগস্বাধীনতাই তাঁর কাছে জাতীয়তাবাদ। তিনি বলেন, আজ বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কষ্ট পেতেন, যে তাঁদের উক্তির কীভাবে অপব্যাখ্যা করা হচ্ছে।
বক্তব্যে দিল্লির নির্বাচনের উল্লেখ করে তিনি বলেন, দিল্লির রাস্তায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্ধত্যমূলক মন্তব্যের জবাব ইভিএম-এ দিয়েছেন স্বরা ভাস্করের মতো দিল্লিবাসী। অভিষেক বলেন, “এমন একটা দেশে বাস করছি, যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জঙ্গি আখ্যা দিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য গৃহবন্দি করে রাখা হয়েছে”। তিনি বলেন, রামমোহন রায়, বিদ্যাসাগররা মহিলাদের আলোয় আনার উদ্যোগ নিয়েছিলেন, আর গুজরাটে মহিলাদের ঋতুমতী কি না দেখার জন্য জামাকাপড় খোলা হয়। “এই গুজরাটি আপনাদের সারা দেশে চালু করতে চাইছেন” বলেও কটাক্ষ করেন অভিষেক। শেষে তিনি বলেন, তাঁদের কাছে বাগস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতাই দেশপ্রেম। এখনই এই স্বাধীনতার জন্য লড়াই করতে হবে।

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...