Thursday, December 11, 2025

কণ্ঠরোধ করছে কেন্দ্রের শাসকদল, মত প্রকাশের স্বাধীনতাই জাতীয়তাবাদ: অভিষেক

Date:

Share post:

ইংরেজি দৈনিক আযোজিত “আজকের ভারতে ভিন্নমত দেশদ্রোহী তকমা” শীর্ষক বিতর্ক সভায় পক্ষে বলতে উঠে হালকা মেজাজে শুরু করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যয়। তিনি বলেন, তাঁকে যখন এই বিতর্ক সভার সম্পর্কে জানানো হয়, তখন বলা হয় তাঁর বিপক্ষের বক্তা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুনে অভিষেক দারুণ উৎসাহিত বোধ করেন। কারণ, যেভাবে দিলীপ ঘোষ গরুর দুধে সোনা আবিষ্কার করেছেন, তেমন ভাবেই হয়ত গোবর থেকে প্ল্যাটিনাম পাওয়ার তথ্যটাও জানাবেন। কিন্তু দিলীপ ঘোষকে না দেখে আশাহত হন।

এরপরেই বিতর্কের মূল পর্বে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সভায় উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, তাঁরা চিড়ে খান কি না, বিরিয়ানি পছন্দ করেন কি না, ফুড ডেলিভারি বয়ের বা অ্যাপ ক্যাবের চালকের ধর্ম সম্পর্কে জানতে চান কি না? কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের জনগণ কী খাবে, কী পরবে সেটা ঠিক করে দেওয়াটা জাতীয়তাবাদ নয়, দেশপ্রেমও নয়। মত প্রকাশের স্বাধীনতাই আসল জাতীয়তাবাদ।
অভিষেকের মতে, বিরোধীদের জাতীয়তাবাদের সংজ্ঞার থেকে তাঁদের চিন্তাধারা আলাদা। নাম না করে তিনি বলেন, গেরুয়া শিবিরের কাছে ক্ষমতার লোভ হচ্ছে তাদের দেশপ্রেম, আর তাঁর কাছে গঠনমূলক, উন্নয়নমূলক কাজই দেশভক্তি। হিংসা-বিদ্বেষ-বিভাজনকে হাতিয়ার করছে বিরোধীরা। আর অভিষেকরা চাইছেন উন্নয়ন।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যক্তি স্বাধীনতা, বাগস্বাধীনতাই তাঁর কাছে জাতীয়তাবাদ। তিনি বলেন, আজ বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কষ্ট পেতেন, যে তাঁদের উক্তির কীভাবে অপব্যাখ্যা করা হচ্ছে।
বক্তব্যে দিল্লির নির্বাচনের উল্লেখ করে তিনি বলেন, দিল্লির রাস্তায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্ধত্যমূলক মন্তব্যের জবাব ইভিএম-এ দিয়েছেন স্বরা ভাস্করের মতো দিল্লিবাসী। অভিষেক বলেন, “এমন একটা দেশে বাস করছি, যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জঙ্গি আখ্যা দিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য গৃহবন্দি করে রাখা হয়েছে”। তিনি বলেন, রামমোহন রায়, বিদ্যাসাগররা মহিলাদের আলোয় আনার উদ্যোগ নিয়েছিলেন, আর গুজরাটে মহিলাদের ঋতুমতী কি না দেখার জন্য জামাকাপড় খোলা হয়। “এই গুজরাটি আপনাদের সারা দেশে চালু করতে চাইছেন” বলেও কটাক্ষ করেন অভিষেক। শেষে তিনি বলেন, তাঁদের কাছে বাগস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতাই দেশপ্রেম। এখনই এই স্বাধীনতার জন্য লড়াই করতে হবে।

spot_img

Related articles

বাংলার বস্ত্রশিল্পের গৌরব পুনরুদ্ধারে মসলিন তীর্থ, নদিয়ার জনসভায় মুখ্যমন্ত্রী 

রাজ্যের প্রায় বিলুপ্তপ্রায় মসলিন শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার—এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নদিয়ার জনসভা থেকে...

১০০ টাকায় টি২০ বিশ্বকাপের টিকিট, কীভাবে কাটবেন? জানুন বিস্তারিত

ঢাকে কাঠি পড়ে গিয়েছে টি২০ বিশ্বকাপের(T20 World Cup)। ইতিমধ্যেই সূচি ঘোষণা  হয়ে গিয়েছে বিশ্বকাপের। এবার শুরু হয়ে গেল...

বঙ্কিমচন্দ্র, মাস্টারদার পরে মাতঙ্গিনীর অপমান সংসদে: প্রতিবাদে সরব মমতা

জনসভা, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে এবারে সোজা সংসদ। একের পর এক বাংলার মনীষীদের অপমানের মধ্যে দিয়ে বিজেপি নিজেদের বাংলাবিরোধী...

ভালো খেলেও বোর্ডের জয়ে ব্যর্থ! বেতন কমছে বিরাট-রোহিতের?

বেতন কমছে বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli-Rohit Sharma)? সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দুরন্ত পারফরম্যান্স করে কোহলি...