বিধানসভায় অশালীন মন্তব্য মেমরির তৃণমূল বিধায়ক নার্গিস বেগমের। শনিবার সিপিএম বিধায়ক জাহানারা বিবিকে অশালীন মন্তব্য করেন নার্গিস বেগম। এতেই উত্তাল হয় বিধানসভা।

মন্ত্রীরাও দলীয় বিধায়কের ভাষার প্রতিবাদ করেন। ঘটনায় ক্ষিপ্ত হন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ববি হাকিমরা। তাঁরা বিধানসভায় জানান, দল এই ভাষা অনুমোদন করে না। নার্গিস বেগম যেন ক্ষমা চান। পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে বিধানসভায় ক্ষমা চান নার্গিস বেগম।
