মাত্র ১০টাকাতে ‘শিব ভোজন থালি’, প্রকল্প আনল রাজ্য সরকার

মাত্র ১০টাকাতে পেট ভরা খাবার। প্রকল্পের নাম ‘শিব ভোজন থালি’। ক্ষুধার্তদের জন্য এই পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্রের শিবসেনা সরকার বা উদ্ধব ঠাকরের সরকার। মাত্র ১৭ দিনের মধ্যে ২,৩৩,৭৩ জন মানুষ এই থালি খেয়েছেন ও ১৩৯ টি কেন্দ্র থেকে এই থালি বিক্রি করা হয়েছে। ‘শিব ভোজন থালি’ উদ্বোধন করা হয়েছিল ২৬ জানুয়ারি। উদ্বোধনের সময়ে মাত্র ১১,৩০০ প্লেট নিয়ে চালু করা হয়েছিল এই থালি। কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যে সংখ্যাটা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

এই থালিতে রয়েছে ডাল, ভাত, একটি সবজি,২ টো করে চাপাটি এবং মিষ্টি। মাত্র ১০টাকায় এত কিছু পেয়ে খুশি সেখানকার সাধারণ মানুষ। খাবারের গুনগতমান থেকে শুরু করে পুরো বিষয়টির দেখভাল করছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শিব ভোজন সেন্টারটি খোলা হয়েছে, মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে, রেল স্টেশনে, সরকারি অফিসে এবং বাজারের সামনে।

Previous articleট্রাম্পের তিন ঘণ্টার গুজরাট সফরের খরচ ১০০ কোটি!
Next articleজাহানারাকে নার্গিসের কুরুচিকর মন্তব্য, বিধানসভায় তুলকালাম