Sunday, August 24, 2025

পুলকার চালকের লাইসেন্স কোথায়? কোথায় গাড়ির কাগজ? তদন্তে নেমে হতবাক পুলিশ

Date:

পোলবায় পুলকার দুর্ঘটনার তদন্তে নেমে হতবাক পুলিশ। একের পর এর অনিয়মের অভিযোগ সামনে আসছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির নেই বৈধ কাগজ। খোঁজ নেই মালিকেরও। এমনকী, পুলকার চালকও দেখাতে পাচ্ছেন না লাইসেন্স।

এসএসকেএমে চিকিৎসাধীন ছাত্রের বাবা শনিবার অভিযোগ করেন, যে পুলকারে তাঁদের সন্তানদের তুলে দিতেন, শেষ পর্যন্ত স্কুল অব্দি যেত না সেই পুলকার। মাঝ রাস্তায় হাত বদল হত চালকে। এদিন পুলিশের তদন্তেও উঠে এসেছে একই তথ্য। শামিম আখতার নামে এক ব্যক্তির সঙ্গে কথা হয়, স্কুলে নিয়ে যাওয়ার জন্য। পড়ুয়াদের বাড়ি থেকে পুলকারে তুলতেন শামিম নিজেই। এরপর মাঝ রাস্তায় পবিত্র নামে এক চালক পুলকারে পড়ুয়াদের নিয়ে যায়। অর্থাৎ হাত বদল হত চালকে। পুলিশ সূত্রের খবর, পবিত্রর পুলকার চালানোর কোনও অভিজ্ঞতা নেই। এমনকী লাইসেন্সও দেখাতে পারছেম না তিনি। প্রায় প্রতিদিনই এই কাজ করত শামিম। অন্যদিকে গত বছর মার্চ মাসে সিঙ্গুরের বাসিন্দা রোহিত কোলের থেকে গাড়ি কেনেন শামিম। কিন্তু দুর্ঘটনাগ্রস্ত গাড়ির কাগজ দেখাতে পারছে না। এই ঘটনার পর থেকে নিখোঁজ শামিম আখতার।

পুলকার দুর্ঘটনার পর যান নিয়ন্ত্রণে তৎপর পুলিশ। গতকাল পোলবার দুর্ঘটনায় আহত হয়েছে ছোট ছোট স্কুলের ছাত্ররা। শুক্রবার এলাকা পরিদর্শন করে পুলিশ আধিকারিকরা জানিয়েছিলেন যানবাহন চলাচলের উপর নজরদারি চালাবে পুলিশ। সেই কথা মতো শনিবার পোলবায় হাইওয়ের উপর কড়া নজরদারি শুরু করল পুলিশ প্রশাসন। গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ থেকে শুরু করে দেখা হচ্ছে গাড়ির বৈধ কাগজপত্র।

আরও পড়ুন-“বিদেশের টাকায় বিরিয়ানি”, কলকাতার ‘শাহিনবাগ’ নিয়ে এ কী বললেন দিলীপ ঘোষ!

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version