RICE-এর বর্ণময় সমাবর্তনে নতুন স্বপ্নপূরণের শপথ

স্বপ্ন থেকে স্বপূরণ। একটু বিজ্ঞানসম্মতভাবে প্রস্তুতি নিয়ে আজ সরকারি চাকরিতে; কেউ আমলা, কেউ পুলিশ, কেউ ডেপুটি ম্যাজিস্ট্রেট। এমন হাজারো পদে।

RICE এর সমাবর্তনে এমন সাফল্যের জলজ্যান্ত প্রদর্শনী। একজন দুজন নয়, ঝাঁকেঝাঁকে।

রবিবার সমাবর্তন হল অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলের বিশাল মাঠে। সফলতমদের হাতে নতুন গাড়ি তুলে দিলেন রাইস কর্ণধার সমিত রায় যিনি এই সরকারি চাকরি পাওয়ার যুদ্ধে প্রতিবছর পথ দেখাচ্ছেন শয়ে শয়ে ছাত্রছাত্রীকে। প্রাঙ্গণ জুড়ে সফল মুখের সারি। ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অন্যতম কর্ণধার মল্লিকা রায়সহ বিশিষ্টরা। সরকারি চাকরি পাওয়ার প্রস্তুতির দৌড়ে রাইস কেন এগিয়ে, বোঝা গেছে অনুষ্ঠানেই। সফলরা ধন্যবাদ দিয়েছেন রাইসকে আর নতুনদের চোখে তীব্রতর হয়েছে স্বপ্নপূরণের শপথ।

Previous articleপুলকার নিয়ে অভিভাবক-স্কুল কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার আবেদন শিক্ষামন্ত্রীর
Next article“লাইব্রেরি অন হুইলস” চালু করল দেব সাহিত্য কুটির