“লাইব্রেরি অন হুইলস” চালু করল দেব সাহিত্য কুটির

ছিট মুকুন্দপুরে (সোনারপুর থানার অন্তর্গত) চালু হল অভিনব প্রকল্প। দেব সাহিত্য কুটিরের অন্যতম কর্ণধার ও শুকতারা, নবকল্লোল সম্পাদক রূপা মজুমদার জানাচ্ছেন,”

Dev sahitya Kutir Heritage Foundation এর
‘Library on wheels’ চালু হল
সেই সব ছেলে মেয়েদের জন্য যারা বই বা পত্রিকা কিনে পড়তে পারে না অথচ বই পড়তে চায়।
কত বই তো আমরা কমপ্লিমেন্টারি দিয়ে থাকি কতজনকে, তার থেকে কিছু বই যদি সরিয়ে সেই সব বাচ্চাদের জন্য রাখা যায় তাহলে তো দিব্বি একটা লাইব্রেরি হয়ে যায়। আজ থেকে লাইব্রেরি অন হুইলস এর যাত্রা শুরু হল। মানুষের জন্য সত্যি যদি কোনো কাজ করতে পারি ,তাহলেই এই ফাউন্ডেশন করা সার্থক হবে।”

Previous articleRICE-এর বর্ণময় সমাবর্তনে নতুন স্বপ্নপূরণের শপথ
Next articleযোগীর উত্তরপ্রদেশে বেকারত্ব বেড়েছে ৫৮%, বেকার যুবক ৩৪ লক্ষ