সিএএ,এনআরসি,এনপিআর-এর প্রতিবাদে বিক্ষোভে পাহাড়বাসী

সিএএ, এনআরসি, এনপিআর-এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন পাহাড়বাসীরা। রবিবার কালিম্পং ত্রিকোণ পার্কে অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় যোগ দিলেন তৃণমূল উদ্বাস্তু সেলের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন জনজাতি গোষ্ঠী ভিত্তিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সহ একাধিক সংগঠনের সভাপতিরা। অনির্দিষ্টকালের জন্য এই ধর্ণা চলবে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
অসমে এনআরসি তালিকা থেকে পাহাড়ের ২ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। পাহাড়ের মানুষও এই জনবিরোধী আইন মেনে নিতে পারছে না। এনপিআর-এর ফর্মে বাবার জন্মস্থান চাওয়া হয়েছে। এটাও চিন্তায় রেখেছে পাহাড়বাসীকে।তাই তাঁরা এর বিরুদ্ধে পথে নেমেছেন।

Previous articleএরা কি বিচারব্যবস্থাকেও কব্জা করতে চাইছেন ?
Next articleপুলিশি বাধায় অমিত শাহের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলেন না শাহিনবাগের প্রতিবাদীরা