শাহিনবাগের আন্দোলনকারীরা অমিতের কাছে!

আজ, রবিবার শাহিনবাগের আন্দোলনকারীরা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে। মিছিল করে স্বরাষ্ট্রভবনে যাবেন তাঁরা। কিন্তু পুলিশ জানিয়েছে মিছিলের অনুমতি নেই। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলা হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের কোনও খবর তাঁদের কাছে নেই। ফলে আদৌ এই বৈঠক হবে কিনা জানা নেই। তবে আন্দোলনকারীরা কোনও সমস্যা তৈরি করার পক্ষে নেই। তাঁরা চান আলোচনা।