যে যা বলেছেন, সকলকে ক্ষমা করে দিলাম, শপথ নিয়ে কেজরিওয়াল

ভোটের সময় অনেকে আমাকে নানা কথা বলেছেন। হয় এসব। যারা বলেছেন, তাদের আমি মাফ করে দিলাম। আজ থেকে আমি সকলের মুখ্যমন্ত্রী আপ, বিজেপি, কংগ্রেস, সকলের। আমি কারওর রঙ দেখে কাজ করিনি। বিজেপির এলাকা জেনেও আমি কাজ করেছি, করব। যে কোনও দলের যে কেউ আমার কাছে আসুন। কাজের কথা বলুন। কাজ করব।

দিল্লিবাসী, আপনারা কামাল করে দিয়েছেন, একথা বলতেই ভরা রামলীলা ময়াদানে উঠল হাততালির ঝড়। আপনারা এক নতুন রাজনীতির জন্ম দিয়েছেন। আর তা হলো কাজের রাজনীতি। দেশ জুড়ে এখন নানা রাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ, জল দেওয়ার খবর পাচ্ছি। ভাল লাগছে। যারা বলেন, সরকারি স্কুল কলেজ আধুনিক হতে পারে না, বেসরকারির সঙ্গে তাল মেলাতে পারে না, পাল্টা তাঁদের শুনতে হচ্ছে, তাহলে কী করে দিল্লিতে হলো! দিল্লিকে এভাবে তুলনায় আনায় আপনাদের জন্য গর্ব হচ্ছে

Previous articleকরোনায় ব্রিটেনে চার লক্ষের মৃত্যুর সম্ভাবনা!
Next articleকাল রাজভবনে মুখ্যমন্ত্রী?