করোনায় ব্রিটেনে চার লক্ষের মৃত্যুর সম্ভাবনা!

মহামারী করোনা ভাইরাসে ইতিমধ্যে মৃতের সংখ্যা ১৭০০ ছুঁইছুঁই। কিন্তু এক গবেষণায় ঘুম ছুটেছে ইউরোপবাসীর। সেই রিপোর্টে বলা হয়েছে, চিনকে ডুবিয়ে ইউরোপে হবে মহামারি। যার জেরে শুধু ব্রিটেনেই প্রাণ যেতে পারে ৪লক্ষ মানুষের। চিন, ফ্রান্সের পর এবার আফ্রিকায় ছড়িয়েছে। মিশরে মিলেছে করোনা আক্রান্ত। এই রিপোর্ট তৈরি করেছেন ব্রিটেনের ইম্পিরিয়াল কলেজের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নেইল ফার্গুনসন। তিনি বলছেন, ব্রিটেনে এই ভাইরাস ঢুকলে ৬০% মানুষ আক্রান্ত হতে পারেন। কিন্তু চিনের পার্শ্ববর্তী রাশিয়ায় এই ভাইরাস ছড়ায়নি। সেখানে ইউরোপ নিয়ে এই গবেষণা কতখানি যুক্তিগ্রাহ্য? ব্রিটেনে এই মুহূর্তে আক্রান্ত ৮জন। ইতিমধ্যে ফ্রান্সে মৃত্যুতে হিথরো বিমানবন্দরে ছড়িয়েছে আতঙ্ক। হংকং, ফিলিপিন্স ও জাপানে ৩জনের মৃত্যু হয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়ায় কয়েকজনের দেহে মিলেছে ভাইরাস।

Previous articleমাধ্যমিক ২০২০ : টালা ব্রিজ এলাকার জন্য বিশেষ রুট-ম্যাপ কলকাতা পুলিশের
Next articleযে যা বলেছেন, সকলকে ক্ষমা করে দিলাম, শপথ নিয়ে কেজরিওয়াল