Tuesday, November 11, 2025

কোভিড ১৯ বা মারণ নভেল করোনাভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গেল। প্রায় এক সপ্তাহ ধরেই উহানে দৈনিক গড়ে প্রায় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে সংক্রমণের হার বাড়লেও মৃত্যুর হার কিছুটা কমেছে বলে জানিয়েছে চিন প্রশাসন। সোমবারে খবর, চিনে নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২০৪৮ জন, যার নব্বই শতাংশই হুবেই প্রদেশের উহান শহরের। সর্বশেষ হিসাব অনুযায়ী, মোট করোনা আক্রান্ত মানুষের সংখ্যা সাড়ে সত্তর হাজার পেরিয়েছে। চিনের বাইরে বিশ্বের ২৪ টি দেশে আক্রান্তের সংখ্যা ৫০০। এর মধ্যে ফিলিপিনস, হংকং ও জাপানে তিনজনের মৃত্যুও হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, করোনার সঙ্কট দু-দশক আগে সার্সের মহামারীকেও ছাপিয়ে গিয়েছে। সার্সে মৃত্যু হয়েছিল ৭৭৪ জন মানুষের। সেবারও আক্রান্ত হয়েছিল চিন। আর এবার সংক্রমণ আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে। বহুক্ষেত্রে প্রাথমিকভাবে কোনও উপসর্গ ধরা পড়ছে না। প্রতিষেধক এবং ওষুধ কোনওটাই না থাকায় মৃত্যুমিছিল আটকাতে সমস্যায় পড়ছেন চিকিৎসকরা। প্রায় এগারো মিলিয়ন মানুষের বাস যে উহানে, সেই গুরুত্বপূর্ণ শহর মারণ ভাইরাসের আতঙ্কে অনিশ্চিত অচলাবস্থার মধ্যে পড়েছে। বাইরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ভয়াবহ অবস্থার মধ্যে কাটাচ্ছেন গৃহবন্দী উহানবাসীরা। এদিকে চিনের রাজধানী বেজিং-এর নাগরিকদের জন্য সেদেশের প্রশাসন ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশন সময়সীমা জারি করেছে। নতুন বছর বেজিংয়ের বাইরে কাটিয়ে বহু মানুষ এই সময় শহরে ফিরছেন। তাঁদের মাধ্যমে কোনও সংক্রমণ যাতে না ছড়ায় তাই এই বিশেষ সতর্কতা।

Related articles

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...
Exit mobile version